বৃটিশ বিরোধী আন্দোলন ও খিলাফত আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ সৈয়দুল আযম আল্লামা হাফিয হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান ( রাহ.) প্রতিষ্ঠিত এবং কুতুবে যামান আল্লামা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রাহ.) কর্তৃক প্রাতিষ্ঠানিক রুপ প্রাপ্ত চট্টগ্রামের রাঙ্গুনীয়া বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ১ম পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
২৫ এপ্রিল’২৩ মঙ্গলবার সকাল ১০ টায় বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার মিলনায়তনে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহবায়ক কমিটির সদস্য সচিব মুহাম্মদ আবদুশ শাকুর এর সঞ্চালনায় এবং আহবায়ক মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের প্রধান পৃষ্ঠপোষক পীরে ত্বরীক্বত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মা.যি.আলী) , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী (মা.যি.আলী) !
এতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আলী আক্কাছ নূরী, মুহাম্মদ আরিফুর রহমান, মুহাম্মদ হাবিবুল্লাহ, অধ্যাপক মুহাম্মদ ইশতিয়াক রেযা, রেজাউল করিম, আহসান উল্লাহ, মুহাম্মদ আজিম উদ্দিন, ইব্রাহিম চৌধুরী, এহসানুল করিম, মনির উদ্দিন গালিব বাবলু, মোফাচ্ছেল চৌধুরী প্রমুখ!
সভায় গৃহীত সিদ্ধান্তবলী: ক) বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদারাসা প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ আহলে সুন্নাত ওয়াল জামায়াত-এর মতাদর্শ ও দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন এর দিক নির্দেশনা মোতাবেক পরিচালিত হবে , খ) আগামী ১ জানুয়ারী ২০২৪ খ্রিষ্টাব্দ মাদরাসার প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের উদ্যোগে দিনব্যাপী ১ম পূনর্মিলনী আয়োজিত হবে গ) আগামী ২ জুন ২০২৩ শুক্রবার বিকাল ৩ টায় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের স্থায়ী অফিস ও ওয়েবসাইট এবং আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে! সকল প্রাক্তন-ছাত্র ছাত্রীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়! পরিশেষে দেশ, জাতি ও মাদরাসার সার্বিক উন্নয়নে দুআ ও মুনাজাত পরিচালনা করা হয়!