ইসলামী শিক্ষা-সংস্কৃতি বিকাশ সম্পর্কিত সামাজিক সংগঠন ইসলামী সংস্কৃতি পরিষদ-এর আত্মপ্রকাশ ও অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন, মুসলমানদের স্বকীয় সংস্কৃতির বিরুদ্ধে ইহুদীদের অব্যাহত ষড়যন্ত্র মোকাবেলায় মুসলিমদের কুরআন হাদীসের সঠিক জ্ঞান আহরণ ও তার পরিপূর্ণ আমল করতে হবে।
বাংলাদেশে বিবাহ প্রথায় ইসলামী রীতি-নীতি ভূলুণ্ঠিত। বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন রোধে ইসলামী সংস্কৃতি চর্চার বিকল্প নেই। ইসলামে ভণ্ডামি, কপটতার স্থান নেই। ইসলামী সংস্কৃতির নামে চলমান অনৈসলামিক অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতি পরিষদ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
২৯ এপ্রিল শনিবার বিকেলে মুরাদপুরস্থ জামান এক্সক্লুসিভ হলরুমে সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা মুহাম্মদ ওয়াহিদুল আলম এর সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী আক্কাছ নূরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা মূফতী সৈয়্যদ অছিয়র রহমান আলকাদেরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ গোলাম ছরওয়ার, সহ-সভাপতি মাওলানা ফজলুল কবীর চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা জহুরুল আনোয়ার,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আসহাব উদ্দীন মজিদী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস শাকুর, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবদুল মালেক, দাওয়াহ্ সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন আলক্বাদেরী, শিক্ষা ও গবেষনা সম্পাদক মাওলানা জমির হোসাইন আলক্বাদেরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অধ্যাপক ইশতিয়াক রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মাসুম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার পারভেজ তালুকদার, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা আবদুল আজিজ রজভী, নির্বাহী সদস্য মাওলানা শরফুদ্দীন ক্বাদেরী, মাওলানা সিরাজুল ইসলাম চিশতী, মাওলানা নাছির উদ্দিন ক্বাদেরী, মাওলানা আবুল হাশেম, মাওলানা আবদুল আউয়াল ফুরকানী, সাইফুদ্দিন খালেদ চৌধুরী, মাওলানা সরওয়ার হোসেন ও অ্যাডভোকেট সুলতান জাহাঙ্গীর, সদস্য দিদারুল ইসলাম দিপু, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম ফারুকী ও মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ নুমান প্রমুখ।
ইসলামী সংস্কৃতি পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো করানোর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষে করে দেশ, জাতি, মাযহাব, মিল্লাত ও বিশ্ব মুসলিমের সুখ-শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ দুআ-মুনাজাত পরিচালনা করেন আল্লামা মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী।