মাসুদুল ইসলাম মাসুদ। ফটিকছড়ি হতে-
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ১০ বছর মেয়াদী গোল্ডেন ভিসা লাভ করলেন ফটিকছড়ি ১৮ নং ধর্মপুর ইউনিয়নের অন্তর্গত ৩ নং ওয়ার্ডস্থ বিল্লাল মাঝির বাড়ি নিবাসী মৃত তোফায়েল আহমেদ এর বড় ছেলে আবুধাবি সেন্ড মেরিন হোটেলের স্বত্বাধিকারী জনাব সালাউদ্দীন মইনদ্দীনের বড় ছেলে মোহাম্মদ তানভির আহমেদ আনাস । সে আমিরাত সরকারের ঘোষণা অনুযায়ী মেধাবী শিক্ষার্থী ক্যাটাগরীতে এ ভিসা লাভ করেন। গোন্ডেন ভিসা লাভকারী তানভীর আবুধাবিতে এইচ এস সি ও এস এস সি সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে বর্তমানে আবুধাবি ইউনিভার্সিটি’তে কম্পিউটার সায়েন্স (আই টি) তে অধ্যয়নরত আছেন।
এই ব্যাপারে তার পিতার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এটা অবশ্যই আমার জন্য গর্বের বিষয় কারণ প্রতিযোগিতার এই দেশে আমার ছেলেকে আমিরাত হুকুমত যে সন্মান দিয়েছেন তা আমি ও আমার পরিবারকে আনন্দিত করেছে। তিনি আরো বলেন, আমি ব্যবসায়ী মানুষ সারাদিন বাইরে থাকি। ছোটকাল থেকে তার মা তাকে স্কুলে আনা নেওয়া সহ যাবতীয় দেখাশুনা করেছেন তাই তার মায়ের আনন্দটা আরোও একটু বেশি।
দেশ বিদেশের সকলের কাছে তিনি তার সন্তান ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন। আনাস যাতে ভবিষ্যৎ এ আরো ভালো রেজাল্ট করে দেশ ও দশের সেবায় নিয়োজিত হতে পারে এই কামনা করেন। আনাসের পরিবারের তার শিক্ষক, স্কুল শিক্ষক শিক্ষিকা, তার শুভাকাঙ্ক্ষী সকলকে ধন্যবাদ জানিয়েছেন।