সূফীকথা’র আয়োজনে পবিত্র ঈদুল ফিতর’র পূনর্মীলনি ও ঈদুল আজহার আগমন উপলক্ষে খতমে খাজেগান ও সূফি সংগীতানুস্টান গত ১০ মে বুধবার ২০২৩ বাদে আসর হতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন এর কচুখাইন গ্রামে অনুস্টিত হয়।
এতে প্রধান অতিথী ছিলেন চরণদ্বীপ হারবাংগীরি দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ রহমান মিয়া আল হারবাংগীরি আল মাইজভান্ডারী।
অনুস্টানের সভাপতি ছিলেন আনজুমানে জলীলিয়া রহমানিয়া’র সভাপতি, লেখক শাহজাদা মাওলানা ছৈয়দ মোহাম্মদ সারোয়ার আজম।
এতে বিশেষ অতিথী ও অন্যান্যদের মাঝে আরো উপস্হিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাব’র কার্যকরী সদস্য, সংগঠক আল সিরাজ ভান্ডারী, ডা: সৈয়দ মোহাম্মদ হাবিবুর রহমান, সমাজসেবক নূুর আহমদ শাহ আল মাইজভান্ডারী, মরমী শিল্পী ওসমান আলী বাহাদুর হুসাইনী, লেখক ও সাংবাদিক নুর মোহাম্মদ, ডা: ও সংগঠক সুপন বিশ্বাস, মরমী শিল্পী মুসলিম উদ্দিন মাইজভান্ডারী,
মোহাম্মদ নেজাম উদ্দিন, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ জহির আহমদ, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ সাইুফুল ইসলাম, মোহাম্মদ আজিম, নির্মল শীল, মোহাম্মদ আমিনুল হক মনির, বদিউল আলম, মোহাম্মদ ছালামত উল্লাহ, আবু তালেব, জাহাঙ্গীর আলম, নুরুল আলম ইয়াছিন প্রমুখ।
অনুস্টানে বক্তারা বলেন, মহব্বত, খেদমত ও এবাদতের মাধ্বমে আল্লাহ- রাসূল, সাহাবায়ে কেরাম ও পীর আউলীয়ার সন্তুস্টি লাভ করা যায়। যে কোন গুণীজন ও আলোকিত মানুষকে সম্মান ও সহযোগীতা করলে সমাজ, দেশ বিশ্ব উন্নত, সমৃদ্ব এবং মানবীয় হবে।