চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আঁধারমানিক গ্রামের মহান অলিয়ে কামেল, ওস্তাদুল ওলামা হযরত আলহাজ্ব অধ্যক্ষ আল্লামা হাফিজুর রহমান ( রহ:) এর নামে প্রতিস্টিত রহমানিয়া দরবার শরীফ। উক্ত দরবারের বিভিন্ন কর্মকান্ডের পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রসার, সমাজসেবা, শিক্ষা, প্রকাশনা সহ প্রভৃতি কর্মকান্ড পরিচালনায় সহায়ক ও কার্যকরী ভূমিকা পালন করে স্বীয় পিতার আদর্শকেই গ্রহণ করেছেন শাহজাদা এম আবু বকর ছিদ্দীকী। তাঁর পৃস্টপোষকতায় সূচারুরুপে পরিচালিত হচ্ছে অধ্যক্ষ আল্লামা হাফিজুর রহমান একুকেশন ফাউন্ডেশন, স্মৃতি বৃত্তি পরীক্ষা, ওরশ মাহফিল প্রভৃতি।
অন্যদিকে তিনি অধ্যক্ষ আল্লামা হাফিজুর রহমান হেফজখানা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্হাপন করেছেন এবং পূর্ণাঙ্গ মাদ্রাসা প্রতিস্টার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন।
শাহজাদা আবু বকর ছিদ্দীকি পেশায় ই্ঞ্জিনিয়ার। প্রবাসে থাকেন। তিনি ১৫ জুন ১৯৭৩ সালে আঁধারমানিক গ্রামে জন্মগ্রহণ করেন। প্রবাসে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। শ্রদ্বেয় পিতা রাউজান উপজেলার টাইটেল হুজুর নামে খ্যাত অধ্যক্ষ আল্লামা হাফিজুর রহমান ( রহ:) এর স্মৃতির উদ্দেশ্য প্রতিস্টিত রহমানিয়া দরবার শরীফ সংশ্লিস্ট সকল কর্মকান্ডে নিবেদিত থাকতে চান আজীবন। তাঁহার স্বপ্ন আলেম সমাজের সেবা ও সম্মানের জন্য বিশেষ কোন কাজ করা।
★ লেখক : নুর মোহাম্মদ,
নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম।