স্মরণ সভা বক্তারা
জাতির কল্যাণে সমাজে উন্নয়নে এম এ কাশেমের কর্মকে
অনুসরণ করে আগামী নাগরিকদেরকে শিক্ষা নিতে হবে
জাতির কল্যাণে সমাজে উন্নয়নে মরহুম এম এ কাশেমের কর্মকে অনুসরণ করে আগামী নাগরিকদেরকে শিক্ষা নিতে হবে। বর্তমান সমাজে এমএ কাশেমের মত মানুষ পাওয়ার বড়ই দুষ্কর তিনি একাধারে ওয়ার্ড কমিশনার ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন, অনেক প্রতিষ্ঠান তার হাতে গড়ে উঠেছে। তিনি নিঃস্বার্থ মানবদরদী ব্যক্তি ছিলেন।লক্ষীপুর জেলা সমিতি চট্টগ্রামের আয়োজনে সাবেক সভাপতি মরহুম এম এ কাশেমের স্মরণে ২৬ মে শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে স্মরণ সভা বক্তারা স্মৃতি চারণ বক্তব্যে এ কথা বলেন । নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বাকলিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জসিম উদ্দিন খান। মো. ফরিদ উদ্দিন সঞ্চলনায় আরো স্মৃতিচারন করেন।ড. হারুন অর রশিদ, ড. এনায়েত উল্লাহ, মহিউদ্দিন এফসিএ, মুজতাবা কামাল, কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, জসীম উদ্দিন খান, ক্যাপ্টেন শহীদ উদ্দিন মাহবুব, শাহাদাত হোসেন, হারুন অর রশিদ, এম আব্দুল বাতেন বিপ্লব, নিয়াজুর রহমান, হাজী আব্দুর সহীদ, ইফতেখার হাসান তমাল, এমাজ সরওয়ার, সৈয়দ মোহাম্মদ আনোয়ারার হোসাইন তাহেরি জাবেরী আল মাদানি।.