রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের মজিদাপাড়া গ্রামে হাফেজ খাজা হাকীম হযরত বজলুর রহমান মহাজেরে মক্কী ( রহ:) ও তাহার প্রধান খলীফা কাগতিয়া গ্রামের মহান অলিয়ে কামেল গাজীয়ে দ্বীনে মিল্লাত হযরত সৈয়দ আল্লামা আবদুল জলীল শাহ ( রহ:) এর নামানুসারে
জলিলীয়া রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণের উদ্বোধনী অনুস্টান গত ৫ মে শুক্রবার সকাল ৯ টায় আনজুমানে জলীলিয়া রহমানিয়া বাংলাদেশের সভাপতি শাহজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ সারেয়ার আজম এর সভাপতিত্বে অনুস্টিত হয়।
এতে উদ্বোধক ছিলেন সমাজসেবক ডা: মোহাম্মদ মোক্তার হোসেন।
এতে অতিথী ও অন্যান্যদের মাঝে আরো উপস্হিত ছিলেন মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, শাহজাদা সৈয়দ মোহাম্মদ দিদারুল আজম, মোহাম্মদ আহসান উল্লাহ,
মাওলানা মোহাম্মদ জাহেদ, মাওলানা মোহাম্মদ আবদুল করিম,মাওলানা হাফেজ মফিজুর রহমান, ইউপি সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন , ইউপি সদস্য মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ নাদিম উদ্দিন, প্রমুখ।
উক্ত অনুস্টানে আলোচনা শেষে মিলাদ- কিয়াম, মোনাজাতের পর আগত উদ্বোধক, সভাপতি, অতিথীবৃন্দ ও গ্রামবাসী মাদ্রাসা ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।