রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রামে এক কোটি গাছ রোপন ও বিতরণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
বিগত বুধবার (৩১ মে) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের নির্বাহী পরিচালক জাহিদুল করিম সিকদার বাপ্পি।
সংবাদ সম্মেলনে জানানো হয়,আগামী জুনের ৫ তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু হবে।পরিবেশগত ভারসাম্য রক্ষায় দেশের মোট স্থলভাগের ২৫ শতাংশ বনভূমি থাকাটা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে তা ১৫ শতাংশের কম। পর্যাপ্ত বৃক্ষ না থাকায় দেশের ছয় ঋতুতে অনেক পরিবর্তন এসেছে। যে কারনে আমরা নিজেদের
ফাউন্ডেশনের অর্থায়নে চট্টগ্রাম মহানগরী এবং প্রত্যন্ত অঞ্চলে এক কোটি দেশীয় ফলজ ঔষধি গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে। দেশের অন্যান্য সংগঠনের পাশাপাশি যুব সমাজ বৃক্ষ বিপ্লবে সংযুক্ত হলে দেশের পরিবেশ প্রতিবেশের ভারসাম্য ঠিক থাকবে।
সম্মলনে আরো বক্তব্য রাখেন, নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান, নদী গবেষক সাংবাদিক আলীউর রহমান, কলামিস্ট ড.মাসুম চৌধুরী,
চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক
রেয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আলহাতু ছালামত আলী,
কৃষিবিদ কাজী গোলাম মুস্তফাা,
আব্দুল মন্নান প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্হিত ছিলেন সমাজকর্মী নেছার আহম্মেদ খান, লায়ন চৌধুরী আনোয়ারুল আজিম,
পরিবেশবিদ সেলিম জাবেদ,ওসমান আবেদী,সমাজকর্মী মুজিব উল্লাহ তুষার, প্রবাসী ব্যবসায়ী নাজিম উদ্দিন, জিয়াউল হক,সাইফুল ইসলাম,জুমাইদুল, অভি,হাছান সহ প্রমূখ