বীর চট্টলার বিপ্লবতীর্থ রাউজান উপজেলা উত্তরে অবস্থিত বিনাজুরীর জামুয়াইনস্থ সাধক প্রবর শ্রীমৎ নারায়ণ সাধু কর্তৃক প্রতিষ্ঠিত শ্রীশ্রীমাধবানন্দ নারায়ণ আশ্রম’র ৩০ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন ভাগবতীয় অনুষ্ঠান ও অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রীতারকব্রহ্ম মহানামযজ্ঞ সম্প্রতি সমাপ্ত হয়েছে। তিনদিন ব্যাপী পারমার্থিক অনুষ্ঠান মালার মধ্যে ছিল প্রথম দিনে মঙ্গলারতি,মহামহতী শ্রীমদ্ভগবদ্গীতাপাঠ,বৈষ্ণব চরণ সেবা,কিংবদন্তী সাধক বৈষ্ণবাচার্য্য শ্রীশ্রীমৎ স্বামী মাধবানন্দ মহারাজ ও বিশ্ববৈষ্ণব মুকুটমণি শ্রীশ্রীপ্রভু
নিত্যানন্দ পরিবারের ১৪ তম বংশাবতংস প্রভুপাদ ১০৮ শ্রীশ্রীতিনকড়ি গোস্বামী মহারাজের চরণাশ্রিত শিষ্য নিত্যলীলা প্রবিষ্ট আন্তর্জাতিক পরিব্রাজক ৮৪ ক্রোশ ব্রজমণ্ডলের ৪ সম্প্রদায়ের মহন্ত,বৈষ্ণব জগতের সেবা নক্ষত্র,আন্তর্জাতিক কুম্ভমেলার মহামণ্ডলেশ্বর,ভারত শ্রীধাম বৃন্দাবনস্থ কেশীঘাট শ্রীশ্রীরাধা
মুরারীমোহন সেবা কুঞ্জের ভূতপূর্ব মহন্ত,অনন্তশ্রী বিভূষিত শ্রীশ্রী ১০৮ মহন্ত মুরারী দাস বাবাজী মহারাজ ও সাধক নারায়ণ সাধু স্মরণে আলোচনা,
মহতী ধর্মসম্মেলন,বস্ত্র বিতরণ,
গুনীজন সংবর্ধনা,সাংস্কৃতিক অনুষ্ঠান, গুরুভজন পরিবেশন ও মহানাম যজ্ঞের শুভ অধিবাস। দ্বিতীয় দিনে ব্রাহ্মমুহূর্ত হতে শ্রীশ্রীতারকব্রহ্ম মহানামযজ্ঞ,
শ্রীশ্রীঠাকুরের রাজভোগ নিবেদন, মধ্যহ্নকালীন ভোগারতি ও আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন। তৃতীয় দিনে ঊষালগ্নে শ্রীশ্রীতারকব্রহ্ম মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও নগর সংকীর্তন।
উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমাজহিতৈষী বিশ্বজিৎ মহাজনের সভাপতিত্বে ভাগবতীয় আলোচনা সভায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সমগ্র উৎসবের সম্মানিত পৌরহিত শ্রীগুরুচরণাশ্রিত
সেবক,নারায়ণ সাধুর সুযোগ্য উত্তরসূরী,শ্রীধাম বৃন্দাবন হতে আগত,বিশ্ব হিন্দু পরিষদের
সক্রিয়কর্মী,কর্মপ্রেমী আশ্রমাধ্যক্ষ শ্রীকৃষ্ণ দাস বাবাজী মহারাজ। পূজা পরিচালনা করেন গোবিন্দগত প্রাণ ভক্তপ্রতিম শ্রী অনুরাজ ভট্টাচার্য। কার্যকরী পরিষদের সাংস্কৃতিক সম্পাদক পণ্ডিত চম্পক চক্রবর্তী রিটুর সঞ্চালনে মহতি ধর্মসম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৬নং বিনাজিরী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান থানার সম্মানিত অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন। সংবর্ধিত অতিথি ছিলেন রাঙ্গামাটি সদর কুতুবছড়ি বাজার শ্রীশ্রীজগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক,সমাজ ও রাজনীতিক কর্মী বিকাশ কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন
বেতবুনিয়া পুলিশ পাড়ি ইনচার্জ,স্বধর্মানুরাগী কবি বিকাশ সরকার,চাক্তাই আনোয়ারা ট্রেডার্সের স্বত্বাধিকারী,সংগঠক ও সমাজহিতৈষী অজয় দত্ত, ৬নং বিনাজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপালি চৌধুরী,পশ্চিম গুজরা গৌর নিতাই সেবাশ্রম এর সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত,৬নং বিনাজুরী ইউপি সদস্য পল্টন দেব,৮ নং বিনাজুরী ইউপি সদস্য মোহাম্মদ মহিউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থেকে শ্রীশ্রীকৃষ্ণ-গুরুতত্ত্ব ও অন্যান্য সামাজিক প্রসঙ্গের আলোকে গুরুত্বপূর্ণ ভাগবতীয় তত্ত্বালোচনা ও ভক্তিগীতি পরিবেশন করেন বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, নন্দিত চণ্ডী-গীতা-লীলামৃত পরিবেশক,ভাগবতীয় বক্তা, সংবাদকর্মী,সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ শ্রী সুপণ বিশ্বাস শঙ্করেশ মহোদয়।
অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন লায়ন্স ক্লাব অব এক্সিলেন্স সিটির সাধারণ সম্পাদক সমাজহিতৈষী লায়ন কৈলাস বিহারী সেন রিকু,ফকিরহাট শ্রীশ্রীগৌরাঙ্গ-
কালিবাড়ি ও স্বামী মাধবানন্দ নারায়ণ আশ্রমের সাধারণ সম্পাদক সমাজহিতৈষী সঞ্জীব দত্ত। মহোৎসব উদযাপন পরিষদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি রতন মুহুরী,
সহ-সভাপতি মৃদুল দত্ত,সহ-সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশ,অর্থ সম্পাদক
সমাজহিতৈষী রুবেল দেব,সহ অর্থ সম্পাদক সনজিৎ মুহুরী,উপদেষ্টা প্রকাশ দে,উপদেষ্টা শিবু তালুকদার,
প্রচার প্রকাশনা সম্পাদক স্বধর্মানুরাগী সঞ্জয় চৌধুরী,সদস্য রুপন তালুকদার, অজয় মুহুরী,অভি চৌধুরী,এস টি জয়,
জনি দে,সুমন দে,সাগর দে,সন্তোষ দাশ,রণী দে(১),রণী দে(২),সনি দে । অনুষ্ঠানে বেশ কিছু কৃষ্ণ ও গুরুভজন পরিবেশন করে ভক্তদের আনন্দ দেন শুভম্ মিউজিক্যাল গ্রুপের প্রতিভাবান কন্ঠ ও যন্ত্রশিল্পীবৃন্দ। সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানে যন্ত্রাংশে সহযোগিতা করেন শুভম্ কর্মকর্তা কিবোর্ড শিল্পী সুজন ঘোষ, অক্টোপ্যাড শিল্পী দোলন মহাজন,তবলা শিল্পী শুভ্রদেব ভট্টাচার্য,বংশীশিল্পী ছোটন ঘোষ।
অধিবাস কীর্তন পরিবেশন করেন সুদূর সন্দীপ হতে আগত বিশিষ্ট অধিবাস কীর্তনীয়া শ্রী শিশির বনিক ও তাঁর দল। অহোরাত্র শ্রীশ্রীনামামৃত পরিবেশন করেন শ্রীশ্রীজয় রাখাল সম্প্রদায় পটুয়াখালী, শ্রীশ্রীমহানাম সম্প্রদায় চট্টগ্রাম,শ্রীশ্রীরাম সুন্দর সম্প্রদায় চট্টগ্রাম,শ্রীশ্রীদয়ালকৃষ্ণ সম্প্রদায় চট্টগ্রাম।