সবাইকে কাঁদিয়ে বাবা মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) আসনের ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী। শুক্রবার বাদজুম্মা তালুকজামিরা হাইস্কুল মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে গাইবান্ধা জেলা বিএনপি’র পক্ষে সভাপতি অধ্যপক ডা. মইনুল হাসান সাদিক তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিএনপি তথা ঐক্যজোটের নেতাকর্মীসহ সহস্রাধিক মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: বুধবার দিনগত রাত ২টা ২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। ফজলে রাব্বী চৌধুরী দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রামন ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী জাতীয় পার্টি থেকে গাইবান্ধা-৩ আসনে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পারিবারিক জীবনে তিনি ৩ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক। ১৯৩৪ সালে ১ অক্টোবর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৯ নং হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রামে জন্মগ্রহণ করেন ফজলে রাব্বী চৌধুরী।
১৯৮৪ সালে জাতীয় পার্টিতে যোগদান করেন ফজলে রাব্বী। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন তিনি। ফজলে রাব্বী ভূমিমন্ত্রী, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ও সংস্থাপন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন তিনি।
চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী।
