মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপড়া কচুখাইন শাখার উপদেস্টা মোহাম্মদ মহসীন মাইজভান্ডারীর পিতা, রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়া গ্রামের হযরত হাফেজ মোবারক আলী ( রহ:)’র বংশধর, বড় হাফেজের বাড়ীর হাজী মোহাম্মদ আবদুল ওয়াহাব গত ৫ জুলাই ২০২৩রাত ৮ -৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইন্তেকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়- স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি আজীবন গাউছিয়া কমিটির খেদমত, বিভিন্ন অলি- বুজুর্গের ছোহবত লাভ ও সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন। তাহার সন্তান মোহাম্মদ মহসীন প্রবাস থেকে তাহার পিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
মরহুমের নামাজে জানাজা পরদিন ৬ জুলাই বৃহস্পতিবার ২০২৩ সকাল ১১ টায় দক্ষিণ নোয়াপাড়া গ্রামের নিজ বাড়ী সংলগ্ন হযরত মোবারক আলী ( রহ:) জামে মসজিদ প্রাঙ্গনে অনুস্টিত হয়। জানাজে শেষে তাকে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়।