জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান ও মতবিনিময় সভায় লেখক ও কবি মোহাম্মদ আদিল মাহমুদ বলেন, অনেক পুলিশ দেশ, সমাজ ও মানব কল্যাণে তথা মানবতার সেবায় নিরবে কাজ করে যাচ্ছেন।
আজ ৮ জুলাই (শনিবার)
বিকাল সাড়ে ৩ টায় চেরাগী পাহাড়স্থ লুসাই ভবন (৩য় তলা) সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সবাই প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের কর্মকর্তা, লেখক ও কবি মো: আদিল মাহমুদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চ’র কেন্দ্রীয় সভাপতি কবি ও নজরুল গবেষক মাহমুদুল হাসান নিজামী।
প্রধান অতিথির বক্তব্যে শতাধিক গ্রন্থ প্রণেতা বিশিষ্ট লেখক ও কবি মো:
আদিল মাহমুদ বলেন, সমাজে গুটিকয়েক মানুষের কারণে পুরো সমাজ ও দেশের মানুষের বদনামী হচ্ছে। পুলিশ বিভাগেরও সবাই খারাপ না, অনেক পুলিশ দেশ এবং মানবতার জন্য নিরবে কাজ করে যাচ্ছেন। সাহিত্য-সংস্কৃতিক অঙ্গনে অনেকে নিরবে অবদান রেখে আসছে। পুলিশ বিভাগে অনেকে কবি সাহিত্যিক শিল্পী,গীতিকার, নামকরা লেখক গবেষক রয়েছে। পুলিশ বিভাগে চাকুরী করে সাহিত্য-সংস্কৃতি চর্চা খুব কঠিন। কঠিন কাজটি পুলিশের পক্ষ থেকে করে পুরো বিভাগকে গৌরবান্তিত করেছে।
বক্তব্য রাখেন লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও লোক সংগীত শিল্পী লূপর্ণা মূৎসূর্দ্দী লোপা, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম শাখার
সিনিয়র সহসভাপতি গোলাম ছরওয়ার, চট্টগ্রাম নাট্য সংস্থার সাবেক সভাপতি
নজরুল ইসলাম সাদা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কাযালয়ের কর্মকর্তা কবি এম
এ হাশেম আকাশ, কবি কামরুল ইসলাম, গীতিকার মো. আবদুল হাকিম, কবি রোকন উদ্দীন আহমেদ, গীতিকার আলমগীর হোসাইন, জাতীয় কবিতা মঞ্চের যুগ্ম মহাসচিব কবি কামাল পারভেজ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা আবৃত্তিকার সুমন দত্ত, চ্যানেল আই সেরা কণ্ঠ শিল্পী জুয়েল দ্বীপ, সংগীত শিল্পী এস কে মানিক, সংগীত শিল্পী জয় শীল, শিল্পী জনি শীল, সাংবাদিক এম হোসাইন, সংগীত শিল্পী খোকন মজুমদার রাজিব, তানভীর আহম্মদ, ইশহাক মান্নান তানিম, আবদুল মজুমদার, আমিনুল হক লিটন, মো. ইমতিয়াজ ফারুকী, এস এম ফারুক, অভিলাষ মাহমুদ, মো. জালাল প্রমুখ। আগামী ২৯ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু
বার্ষিকীর স্মরণে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে
সংগীত অনুষ্ঠান ও আবৃত্তির সন্ধ্যার আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।