মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বাগোয়ান গর্ছি নয়াহাট শাখার সভাপতি জেবর মুল্লুক ও তার পরিবারবর্গের ব্যবস্হাপনায় মাসিক ফাতেহা শরীফ, মিলাদ ও ছেমা মাহফিল সাংবাদিক, লেখক নুর মোহাম্মদ এর সঞ্চালনায় গত ৭ জুলাই ২০২৩ শুক্রবার রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট সংলগ্ন এলাকায় অনুস্টিত হয়।
সমাজসেবক ও সংগঠনের সভাপতি জেবর মুল্লুক এর সভাপতিত্বে উক্ত অনুস্টানে
প্রধান অতিথী ছিলেন বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফের সাজ্জাদাশীন পীরজাদা হযরত শাহসূফি সৈয়দ রহমান মিয়া শাহ্ আল হারবাংগিরী, আল মাইজভাণ্ডারী ( ম: জি: আ:)।
বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক অর্থ,প্রচার প্রকাশনা সম্পাদক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী, ফৌজদার পাড়া জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা নুরুল আজিম, মাওলানা ইসমাঈল চিশতি।
এতে অন্যান্যদের মাঝে আরো উপস্হিত ছিলেন, খাদেম লাতুল ফকির, মরমী শিল্পী মোহাম্মদ জানে আলম মাইজভান্ডারী, মোহাম্মদ মুসলিম উদ্দিন মাইজভান্ডারী , সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ নুরুল হুদা, সাংবাদিক স ম জিয়াউর রহমান জে বর, শায়ের বুরহান উদ্দিন মাইজভান্ডারী, মোহাম্মদ নাসিম সওদাগর, মোহাম্মদ মজিবুর রহমান, খায়েজ আহমদ নাছির, মোহাম্মদ মহিউদ্দিন, বজল আহমদ, মোহাম্মদ আরমান, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ মোরশেদ, রবিউল আলম, মোহাম্মদ মুস্তাকিম প্রমুখ।