চান্দগাঁও থানাধীন এলাকায় সিএনজি চালক মো. কবির তার বাসাবাড়ির মালিক মানিক কর্তৃক হামলা শিকার হয়েছেন। গলাটিপে হত্যা চেষ্টায় করতে গলার দুই পাশে বড় ধরণের জখম হয়েছে। গত ৫ জুলাই চান্দগাঁও থানাধীন খতিব বাড়ির রাস্তার সামনে মানিকের ভাড়াঘরে এ ঘটনা ঘটে।হামলাকারী মৃত কালামিয়া হাজির পুত্র মো. মানিক (৫৫) তার ভাড়াটিয়া মো. কবির তার পরিবার নিয়ে ভাড়ায় বসবাস করে আসছিলেন,গত ৫ জুলাই পাওনা টাকা চাইতে এ হামলার শিকার হন। উল্লেখ্য যে, এই কোরবানের আগে ২৭ জুন ঘরের মালিক মানিক তার থেকে ২৩ হাজার টাকা ধার নেয় কোরবান করার উছিলায়। শর্ত দেওয়া হয়েছিল যে প্রতি মাসের ভাড়া থেকে এ টাকা কর্তন করা হবে। এরই মধ্যে সিএনজি চালক মো. কবিরের পারিবারিক বিপদ হওয়ায় সে ঘর ছেড়ে দিতে চাইলে এবং তার দেওয়া ধার টাকা ফেরত চাইলে মানিক ক্ষিপ্ত হয়ে তার উপরে হত্যার উদ্দেশ্যে হামলা করে। গলাটিপে ধরে হত্যার চেষ্টায় মো. কবির অনেকটা অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে তিনি চান্দগাঁও থানায় মামলা করতে গেলে সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেন, যার নম্বর-৪৪৩, তারিখ: ০৭/০৭/২০২৩ইং। এ ব্যাপারে মানিকের যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং তাকে বাসায়ও পাওয়া যায়নি। চান্দগাঁও থানার এএসআই মো. শাহ আলম চৌধুরী জিডি’টি তদন্ত করছেন। জিডিটি বর্তমানে কোর্টে প্রেরণ করা হয়েছে। কোর্ট থেকে অর্ডার এলে মামলা অথবা প্রতিবেদনের বিষয়ে তিনি বিস্তারিত বলতে পারবেন এর আগে তিনি প্রাথমিক তদন্ত করেছেন এবং ঘটনার সত্যতা পেয়েছেন। কোর্ট থেকে অর্ডার এলেই গ্রেফতার বা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বলে তিনি জানান।
কবির নামের সিএনজি চালকের উপরে ভাড়া বাড়ির মালিকের হামলা।
