মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ বাগোয়ান গশ্চি নয়াহাট শাখার উপদেস্টা, সমাজসেবক মোহাম্মদ আবু তাহের ভান্ডারী( ৭৫) গত ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের উত্তর গশ্চি গ্রামের অলি আহমদ তালুকদারের বাড়ীর নিজ বাসভবনে ভোর ৬ টায় ইন্তেকাল করেছেন ( ইন্না- রাজেউন)।
ইন্তেকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়- স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
সেদিন বৃহস্পতিবার বাদে আসর বাগোয়ান ইউনিয়ন এর উত্তর গশ্চি গ্রামের গশ্চি বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুস্টিত হয়। জানাজায় ইমামতি করেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মাওলানা মোহাম্মদ হাবিবুল হোসেন মাইজভান্ডারী। মোনাজাত পরিচালনা করেন রুহুল ভান্ডার দরবার শরীফ এর সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা শফিউল বশর নঈমী মাইজভান্ডারী।
জনাব আবু তাহের ভান্ডারীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন শিক্ষক, মাওলানা এস এম ইমরান হোসেন মাইজভান্ডারী, মাওলানা এম নওশাদুল হক মাইজভান্ডারী, সংগঠক মোহাম্মদ মঞ্জুরুল আলম চৌধূরী, সমাজসেবক সংগঠক মোহাম্মদ খোরশেদ আলম, মরমী শিল্পী মোহাম্মদ ইউসূফ, সমাজসেবক মোহাম্মদ জেবর মুল্লুক , সংগঠক মোহাম্মদ সাদেকুজ্জামান শফি, মোহাম্মদ নাজিম উদ্দিন কালু, মরমী শিল্পী জানে আলম , খায়েজ আহমদ নাছির, মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।