হযরত মাওলানা ফজলুর রহমান সিদ্দিকী হানফী আল মাইজভান্ডারী, ফজল ফকির (ক:) নাতি ও হয়রত মাওলানা আবু বকর সিদ্দিকী হানফী আল মাইজভান্ডারী মেঝ শাহজাদা হযরত শাহসূফী মাওলানা নজর মোহাম্মদ সিদ্দিকী হানফী মাইজভান্ডারী’র ৪র্থ ওফাত বার্ষিকী ওরশ শরীফ গত ১৫ আগস্ট মঙ্গলবার ২০২৩ চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের উত্তর আকুবদন্ডী গ্রামের দরবারে রহমানিয়াতে নানান কর্মসূচি পালনের মধ্ব দিয়ে মহাসমারোহে অনুস্টিত হয়।
এতে কর্মসূচী ছিল খতমে কোরআন, মিলাদ, জিকির- আজকার, ছেমা মাহফিল, মোনাজাত ও তবরুক বিতরণ।
শেখ নুরুল মোক্তার সিদ্দিকী হানিফী আল মাইজভান্ডারী,
শেখ নুরুল আকতার সিদ্দিকী হানিফী আল মাইজভান্ডারী,
শেখ আহমদ নূর সিদ্দিকী আজাদ হানিফী আল মাইজভান্ডারী, শেখ সৈয়দ নূর সিদ্দিকী সাজ্জাদ হানিফী আল মাইজভান্ডারীর যৌথ পরিচালনায়
এতে বিভিন্ন কার্যক্রম ও অনুস্টানে উপস্হিত ছিলেন
মরমী শিল্পী আহমদ নূর, ফজল ফকির ওয়াকফ ওস্টেট মজসিদের খতীব মাওলানা আইয়ুব আল কাদেরী, মাওলানা আবদুর, রহিম, লেখক নুর মোহাম্মদ, মাওলানা নূর কামাল, সমাজসেবক জেবর মুল্লুক, খায়েজ আহমদ নাছির, সমাজসেবক জহির আহমদ, মোহাম্মদ রিফাত প্রমুখ।