ইসলামী শিক্ষা-সংস্কৃতির চর্চা, উন্নয়ন, উত্তরণ ও সুষ্ঠু বিকাশের প্রত্যয়ে সৃষ্ট “ইসলামী সংস্কৃতি পরিষদ”-এর ২য় অভিষেক অনুষ্ঠিত হয়।
গতকাল ১৫ সেপ্টেম্বর ২০২৩, জুমুআ বার, বিকাল ৫ টায় চট্টগ্রাম নগরের মুরাদপুর হোটেল জামান এক্সক্লুসিভ হলে পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মুহাম্মদ অহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেকে পরিষদের উপদেষ্টা চেয়ারম্যান অধ্যক্ষ মুফতী সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান প্রধান অতিথির আসন অলংকৃত করে পরিষদের বিভিন্ন পদের দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান।
পরিষদের মহাসচিব সাহিত্যিক ও মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার-এর সঞ্চালনায় এতে সূচনা বক্তব্য রাখেন অর্থ সচিব সাংবাদিক মাওলানা মুহাম্মদ আলী আক্কাছ নূরী। পরিষদের লক্ষ্য-উদ্দেশ্য, গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য দেন প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন, অধ্যাপক মুহাম্মদ কামাল উদ্দীন, অধ্যাপক মাওলানা আবদুর রহীম মুনীরী, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুস সালাম শরীফী, উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুল অদুদ, উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আসহাব উদ্দীন মজীদী ক্বাদেরী, মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রিজভী, মাওলানা মুহাম্মদ আবু জাফর, সাংবাদিক অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল, সাংবাদিক মুহাম্মদ গোলাম ছরোয়ার, সাংবাদিক আবসার মাহফুজ, সাংবাদিক আ ব ম খোরশিদ আলম খান, সাংবাদিক মুহাম্মদ মনজুরুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ ইউসুফ নূরী, অধ্যাপক শাহ্ মুহাম্মদ আলমগীর, অধ্যাপক মুহাম্মাদ জামাল উদ্দীন, মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইন আলক্বাদেরী, মাওলানা মুহাম্মদ ফখরুদ্দীন আলক্বাদেরী, মাওলানা মুহাম্মদ জমির হোসাইন আলক্বাদেরী, মাওলানা মুহাম্মদ আবদুল আউয়াল ফুরক্বানী, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ আল মাসুম, মুহাম্মদ কামাল মিয়া, মুহাম্মদ মাহবুবুল আলম তালুকদার, মাওলানা মুহাম্মদ নাসির উদ্দীন ক্বাদেরী, মুহাম্মদ দিদারুল ইসলাম দিপু, মুহাম্মদ সাইফুদ্দীন খালেদ।
গত ২৯ এপ্রিল ২০২৩ তারিখে এ পরিষদের আত্মপ্রকাশ দিবস ও ১ম অভিষেকে অনুপস্থিতির কারণে যাঁদের শপথ নেয়া সম্ভব হয়নি আজ তাঁদের শপথবাক্য পাঠ করানো হয়।
শপথপর্বে পরিষদের বিভিন্ন পদের দায়িত্বশীলরা পরিষদের নীতিমালার আলোকে মুসলিম পরিবার ও সমাজে ঢুকে যাওয়া বিজাতীয় অপসংস্কৃতি, ইসলাম বিরোধী আচার-আচরণ ও অনিয়ম-দুর্নীতির প্রতিরোধ-প্রতিকারে কার্যকরী ভূমিকাসহ অনুসৃত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন।
সকলের অভিমত ও অভিব্যক্তি প্রকাশ শেষে প্রধান অতিথি পরিষদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন। মুনাজাত শেষে সভাপতি উপস্থিত-অনুপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভা সমাপ্ত ঘোষণা করেন।