চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এই নির্বাচনে জনগণের রায়ে আওয়ামী লীগ সরকার গঠনের সুযোগ পেলে মহেশখালী -কুতুবদিয়া হবে সমগ্র চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইতোমধ্যে এই মহেশখালীর সোনাদিয়ায় ডিপ সি পোর্ট নির্মাণ কাজ বাস্তবায়ন করে চলেছেন। হোয়ানক এলাকায় এলএনজি (লিকুইড ন্যাচারাল গ্যাস) টার্মিনাল নির্মিত হচ্ছে। সোনাদিয়ায় ১০ হাজার একর জায়গার উপর ইকোনমিক জোন নির্মান কাজ শুরু হয়েছে। এই শিল্পাঞ্চল বাস্তবায়িত হলে হাজার হাজার লোকের কর্ম সংস্থান সৃষ্টি হবে। সব প্রকল্পগুলো বাস্তবায়িত হলে মহেশখালী -কুতুবদিয়া হবে দ্বিতীয় পোর্ট সিটি। তাই এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশেক উল্লাহ রফিককে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তিনি আরো বলেন, এবার যদি আওয়ামী লীগ সরকার গঠন করতে না পারে তাহলে চলমান সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যাবে। বিএনপি জামাত জোট ক্ষমতায় এলে আওয়ামী লীগ সরকারের চলমান সমস্ত কাজ বন্ধ করে দেবে। আজ শুক্রবার রাতে মহেশখালী কালার মার ছড়া গ্রাম আদালত মাঠে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মহাজোটের প্রার্থী আশেক উল্লাহ রফিকের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি নেতাকর্মীদের কালারমা ছড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বশির আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এড সিরাজুল মোস্তফা, মাহবুবুল আলম, কালারমা ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরিফ, কেন্দ্রীয় ছাত্র লীগ সভাপতি ওসমান গনি ওসমান, মহেশখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সহসভাপতি ফরিদুল আলম,মাস্টার রুহুল আমিন, হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল,মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ,ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, স্থানীয় আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম বদন,আবদুল হাকিম,সোহেল উদ্দিন, আবু হায়দার, জমির উদ্দীন,নুরুল আমিন বাচ্চু,হাসান আরিফ, গোলাম মোস্তফা,গিয়াস উদ্দিন শাহীন,আবদুচ ছালাম প্রমুখ। ও নুরুল সমাবেশ স্থলে আসার পথে মেয়র আ জ ম নাছির উদ্দীন আসনের প্রার্থী আশেক উল্লাহ রফিককে সাথে নিয়ে মহেশখালীর চালিয়াতলী, জনতা বাজার, শাপলাপুর, ছোট মহেশখালী, বড় মহেশখালী,কুতুবজোম, গোরকঘাটা,হোয়ানক টাইম বাজার এলাকায় গণসংযোগ করেন। এসময় তার সাথে ছিলেন কক্সবাজার-২ আসনের প্রার্থী আশেক উল্লাহ রফিক, , চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন,হাসান মুরাদ বিপ্লব, আবদুল কাদের, ,মহানগর আওয়ামী লীগ সদস্য বেলাল আহমদ, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আজাদ খান, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, জালাল আহমেদ দুলাল,আবদুল্লাহ আল মামুন,কাজী রুবেল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,ইয়াছির আরাফাত,,চবির ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু , নগর ছাত্রলীগের সহ সভাপতি এম কায়ছার উদ্দিন, আইন কলেজের ভিপি মো রায়হান,সাধারণ সম্পাদক নোমান জাহিদসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।