আগামীকাল ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা দুইটায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে নৌকা প্রতীকের পক্ষে পেশাজীবী-সংস্কৃতিকর্মী-জনতার সমাবেশ করবে পেশাজীবী সমন্বয় পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়ার্ড।
মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের পেশাজীবীদের জাতীয় মোর্চা পেশাজীবী সমন্বয় পরিষদ,চট্টগ্রামের নেতৃবৃন্দ সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়ার্ডকে সাথে নিয়ে মহানগরে সপ্তাহজুড়ে নির্বাচনী প্রচারণা-গণসংযোগে করেন । চট্টগ্রাম নগরীর সবকটি সড়ক মোড়ে পথসভা হয় । টানা পথসভা শেষে ২৭ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে পেশাজীবী-সংস্কৃতিকর্মী-জনতার সমাবেশ সফল করতে গতকাল কিছু প্রস্তুতিমূলক সিদ্ধান্ত গৃহীত হয়।
শহীদ মিনারে পেশাজীবী-সংস্কৃতিকর্মী-জনতার এই সমাবেশে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের চট্টগ্রামের শিক্ষক, সাংবাদিক,চিকিৎসক,আইনজীবী, প্রকৌশলী, সাংস্কৃতিক কর্মী, শ্রমিক-কর্মচারীসহ পেশাজীবী নাগরিক, যুব ছাত্র ও সামাজিক,সাংস্কৃতিক সংগঠন-সমিতিসহ সংগঠন ও সর্বস্তরের জনতাকে অংশগ্রহণের আহবান জানিয়েছেন পেশাজীবী সমন্বয় পরিষদ সভাপতি প্রফেসর ডঃ একিউএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং জেলা শিল্পকলা একাডেমী ও সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু ।