আগামী ৩০ শে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা দক্ষিণ ফটিকছড়িতে চষে বেড়াচ্ছেন।
বধুবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন, তকিরহাট বাজার, জাফতনগর ইউনিয়ন, ধর্মপুর ইউনিয় আজাদী বাজার, নানুপুর ইউনিয়ন, নানুপুর বাজার, সমিতিরহাট ইউনিয়ন, সমিতিরহাট বাজার ও নবগঠিত খিরাম ইউনিয়নের বিভিন্ন এলাকাসহ ১০ টি স্পটে নির্বাচনী প্রচার প্রচারণা এবং পথসভা করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মহাজোট প্রার্থী।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক, সসম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, উপজেলা ভাইস চেয়ারমান এডভোকেট উত্তম কুমার মহাজন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারমান আফতাব উদ্দিন , জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহামুদ পারভেজ, জেলা আওয়ামীলীগের সদস্য মুহাম্মদ শাহজাহান, খাদিজাতুল আনোয়ার সনি, সৈয়দ মুহাম্মদ বাকের, ইউপি আব্দুল কাইয়ুম, আব্দুল হালিম, অহিদুল আলম, হারুনোর রশিদ ইমন, যুবলীগের আহবায়ক শাহ আলম সিকদার, যুগ্ম সম্পদক মজিবুর রহমান স্বপন, ত্বরিকত নেতা বেলাল শাহ, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান,ছাত্রলীগ নেতা জামাল, রায়হান রুপুসহ অা,লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংঘঠনের নেতাকর্মীরা।
আগামী নির্বাচনে ফটিকছড়িতে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে, সবাই ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। ইউনুচ মিয়া।