ট্রান্সমিশন ইলেক্ট্রোন মাইক্রোস্কোপের মাধ্যমে স্বাভাবিক তাপমাত্রায় স্বর্ণ গলানোর অভিনব পদ্ধতি বের করেছেন বিজ্ঞানীরা। স্বর্ণের অণু নিয়ে গবেষণা করার সময় এ ধাতুর ছোট টুকরা ইলেক্ট্রোন মাইক্রোস্কোপের মধ্যে রাখেন সুইডেনের চালমার্স প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ সংশ্লিষ্টরা। সেই স্থানের তড়িৎ ক্রিয়া বাড়িয়ে সর্বোচ্চ পর্যায় করে দেন তারা। এরপরই গলতে থাকে স্বর্ণের টুকরার উপরিভাগ। যা বিজ্ঞানীদের জন্য অনেক বড় আবিষ্কার। সাধারণত তাপ এবং বিদ্যুতের সংমিশ্রণ ছাড়া গলানো যায় না স্বর্ণ। স্বর্ণ গলাতে প্রয়োজন পড়ে ১ হাজার ৬২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার।