মাএ একদিনের ব্যবধানে সাউথ আফ্রিকায় ডাকাতের গুলিতে আবার খুন হয়েছে মুহাম্মদ উজ্জ্বল নামে একজন বাংলাদেশী প্রবাসী। জোহানেসবার্গের সয়েটোর এলডোরো পার্কে আজ রাত ৮ সময় এই খুনের ঘটনা সংঘটিত হয়েছে। স্হানীয় অন্যান্য বাংলাদেশী ব্যবসায়ীরা জানিয়েছেন, রাত ৮টার সময় ৪/৫ জনের একদল সশস্ত্র ডাকাত প্রথমে উজ্জ্বলের কাছে একটি সিগারেট কিনতে চায় এই সময় উজ্জ্বল সিগারেট দিতে চাইলে উজ্জ্বল কে লক্ষ্য করে ডাকাতদল এলোপাথাড়ি গুলিবর্ষণ করে এবং দোকানের দরজা ভেংগে দোকানে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে চলে যায়। এবং উজ্জ্বল ঘটনাস্থলেই নিহত হয়। নিহত উজ্জ্বলের বাড়ি কুমিল্লার দাউদকান্দির থানায়। সে গত ৮ মাস আগে এসএসসি পাশ করে জীবিকার সন্ধানে সাউথ আফ্রিকা আসে এবং খালাতো ভাইয়ের দোকানে চাকরি করছিলেন। এই দিকে খবর পেয়ে পুলিশ ও ইমারজেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট এসে লাশকে মৃত ঘোষনা করে এবং লাশ হাসপাতালে নিয়ে যায়।উল্লেখ্য,এলডোরো পার্কের ঐ এলাকায় গত একমাসে কমপক্ষে ৮ টি দোকান ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। এবং প্রতিটি ডাকাতির সময় ডাকাতের গুলিতে আহত হয়েছে দোকানের মালিক কিংবা কর্মচারী। ধারণা করা হচ্ছে ঐ এলাকার সুপার সপ এসপারের সহযোগিতায় একটি গ্রুপ ধারাবাহিকভাবে এই ডাকাতির ঘটনা ঘটিয়ে চলছে।
সাউথ আফ্রিকায় জোহানেসবার্গে ডাকাতের গুলিতে বাংলাদেশী নিহত।
