যদি সুন্দর একখান মুখ পাইতাম
যদি নতুন একখান মুখ পাইতাম
মইশখাইল্যা পানর খিলি তারে বানাই খাবাইতাম।
একদিন নাই ডাকি তারে।হাউশের পিরীত — শিখাইতাম।
আমি হাউশের পিরীত শিখাইতাম,
মইশখাইল্যা পানর খিলি তারে বানাই খাওয়াইতাম
নয়া মুখের নয়া কথা হুনিতে সুন্দর
মাঝে মাঝে পান চিবাইত হাসির ভিতর।
প্রেমের মালা দুনো হাতে, তারে গলাত পরাইতাম,
আমি তারে গলাত পরাইতাম।
মইশখাইল্যা পানর খিলি তারে বানাই খাওয়াইতাম
রসের কথা রসের পিরীত, যদি ন জানে
দুইয়ান একখান কইতাম তারে প্রেমের কারনে।
নর নারীর হাউসের পিরীত,কি মজা তারে বুঝাইতাম
আমি কি মজা তারে বুঝাইতাম।
মইশখাইল্যা পানর খিলি তারে বানাই খাওয়াইতাম,
———————————–
সহ চট্টগ্রামের মানুষের হৃদয় ছু্ঁয়ে যাওয়া অসংখ্য
কালজয়ী গানের শিল্পী, চট্টগ্রামের সংস্কৃতিকে বিশ্ব
বলয়ে পরিচিত করার অন্যতম কান্ডারী,যে শ্যাম -শেফালী জুটির গান শুনতে শুনতে আমরা চাঁটগাইয়া হিসেবে নিজেদের আত্ম পরিচয় খুঁজে পেতাম,গর্বিত হতাম চাঁটগাইয়া হিসেবে,চট্টগ্রামের আঞ্চলিক গানের
রানী খ্যাত শিল্পী শেফালী ঘোষ এর মৃত্যুদিবস আজ,
আজকের দিনে চট্টল প্রেমিক এ মহান শিল্পীর প্রতি
আমাদের বিনম্র শ্রদ্ধা আর নিরন্তর ভালোবাসা।।।
*********।।দেবাশীষ পালিত।।**********
আজ চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালী ঘোষের মৃত্যুবাষিকী ।
