বাংলাদেশের শেষ সীমানা পার্বত্য রাঙ্গামাটি জেলার ভারত-বাংলাদেশ ও মায়ানমার সীমান্তের দুর্গম এলাকা জোড়াছড়ি উপজেলার বগাখালী গ্রামে গত ৪দিন ধরে প্রসব বেদনায় কষ্ট পাচ্ছিলেন সোনাপতি চাকমা নামের গর্ভাবতী এ মা। খবর পেয়ে সেনাবাহিনী দ্রুততার সাথে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে সিএমএইচ নিয়ে আসে। সাধারণত ওই এলাকা থেকে সড়কপথে চট্টগ্রাম শহরে আসতে কয়েকদিন লেগে যায়। সেখানে আধা ঘণ্টার যাত্রায় হেলিকপ্টার থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিএমএইচে আনা হয়।গত ২দিন ধরেই ঐ এলাকার স্থানীয় বৈধ্য ও ধাত্রীরা নরমাল ডেলিভারি করার চেষ্টা করলে গর্ভে থাকা সন্তান এবং মায়ের অবস্থা খুবই গুরুতর ও বিপদজনক হয়ে উঠে। বিষয়টি এর দুদিন পর পার্শ্বোবর্তী ক্যাম্পে থাকা বিজিবি সদস্যরা জানতে পারলে সেনাবাহিনীকে অবহিত করে।
এ মহৎকাজের মাধ্যমে মানবসেবার আরো একটি উজ্জ্বল দৃষ্ট্রান্ত যোগ হল বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে। কপি আলমগীর হোসাইন ও -এনাম এনটিভির।
সেনাবাহিনীর সহযোগিতায় বেঁচে গেল এক উপজাতীয় গর্ভাবতী মায়ের প্রাণ।
