তোমরা যারা জেএসসি,পিএসসি,জেডিসি ও সমমান পরীক্ষা দিছো,যারা পরীক্ষায় রেজাল্ট ভাল করেছো তোমাদের এমন অসাধারণ অর্জনের জন্য জানাই অভিনন্দন, আর যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে, মোটামুটি নাম্বার পেয়ে পাশ করেছো তাদেরও জানাই অভিনন্দন, আর যারা জেএসসি,পিএসসি সমমানসহ সব ধরনের পরীক্ষায় সকল অংশগ্রহণকারী শিক্ষার্থী পাশ করতে পারোনি তাদের জন্য রইল আগামী দিনের জন্য আরো শক্তিশালী ভাবে নিজেকে তৈরী করার আহ্বান ও সমবেদনা। আর তাদের মন খারাপের কিছু নেই, মনে রাখবে একটি পরীক্ষার সার্টিফিকেট তোমার জীবনের গতি নির্ধারণ করতে পারে না, আর যদি তোমরা তা ভেবে থাকো তাহলে তোমরা ভুল ভাবছো । তোমরা জানো না হয়তো তোমাদের জন্য সামনে আরো অনেক বড় সুযোগ অপেক্ষা করছে। শোককে শক্তিতে পরিণত করো। জীবনে অনেক ব্যর্থতা আসবে আঘাত পাবে, অনেক ভুল করবে, এসব দেখে অনেকে তোমাদের বলবে, তোমরা ব্যর্থ, তোমাদের দিয়ে কিচ্ছু হবেনা কিন্তু বিশ্বাস করো, যা তোমরা ব্যর্থতা বলে মনে করছ, তার মধ্য দিয়ে সৃষ্টি কর্তা আসলে তোমাদের বার্তা দিচ্ছে, ‘তুমি ভুল পথে চলছ’ নিজেকে ব্যর্থ ভেবে হতাশ হয়ো না, এটা একটা অভিজ্ঞতা মাত্র, প্লীজ একে কাজে লাগাও।
আর যারা পয়েন্ট কম পাওয়ার কারণে, নানান চিন্তা আর নানান ভাবে হতাশ হয়ে ফেসবুক পোষ্ট দিচ্ছো কিংবা দিবে, তাদের বলছি ফেসবুকে বা বাস্তবিক জীবনের তোমাদের কথা বলা তোমাদের মন-মানসিক্তার বহিঃপ্রকাশ মাত্র, তাই পয়েন্ট কম পেলে খারাপ লাগতেই পারে, তা স্বাভাবিক। কিন্তু যে কথা গুলো তোমাদের মুখ দিয়ে বলছ, তা সৃজনশীল চিন্তা ভাবনা দিয়ে সহনীয় ভাবে বলা উচিত বলে আমি মনে করি। আর তোমরা যারা তাদের নিয়ে এত কথা বলছো সমালোচনা করছে, তারা তো তোমাদের ব্যক্তিগত ভাবে চিনে না জানে না,আর চিনলে জানলে ও উনি কেন তোমরা ভাল করতে না পারলেও খারাপ বলবে। কেউ কি এসে তোমাদের জীবন বদলে দিবে দিবেনা আমার তো তা মনে হয় না। তাহলে কেন শুধু শুধু অন্যের নেতিবাচক কথায় তোমরা হতাশ হবে বলো আশা করি কথা গুলো একটু চিন্তা করবে, আর জীবনটা আসলেই খুব সুন্দর যদি নিজের মতো করে নিজেকে ভালোবাসতে পারো নিজেকে তৈরি করতে পারো। সবশেষে বিশ্বের সেরা বিখ্যাত ব্যক্তি যাদের জীবনে সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লায় অনেক বেশি ভারী। যে মহান ব্যক্তি ৯৯৯৯ বার কিংবা ১০০০০ বার ব্যর্থ হওয়ার পরও যদি সফলতা অর্জন করছে । বিশ্বের সেরা বিজ্ঞানী দুই হাজারের বেশি প্রযুক্তি নির্ভর বৈজ্ঞানিক আবিষ্কার ও বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক টমাস আলভা এডিসনের বিখ্যাত উক্তি দিয়ে, আমি পরীক্ষা নিয়ে মোটেও চিন্তিত নই। কারণ পরীক্ষার খাতার কয়েকটি পৃষ্ঠা আমার ভবিষ্যত নির্ধারন করতে পারে না।—–টমাস আলভা এডিসন।
টমাস আলভা এডিসন যদি ৯৯৯৯ কিংবা ১০০০০ বার ব্যর্থ হওয়ার পর ও যদি হাল ছেড়ে না দিয়ে সফলতা অর্জন করতে পারে, তাহলে তুমি কেন পারবে না সফল হতে ? অবশ্যই তুমিও পারবে সফল হতে। বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো নিজের সামর্থ্যের উপর। এখন নিজেকে প্রশ্ন করো তোমরা কতবার ব্যর্থ হয়েছো? সত্যি বলছি বিশ্বাস করো তোমাদের জন্য অনেক সুন্দর ভবিষ্যত অপেক্ষা করছে। শুধু প্রয়োজন অপেক্ষা আর ধৈর্য। ইনশাআল্লাহ জয় হবেই, জয় তোমাদেরই, সবার জন্য শুভ কামনা। .. .. .. তরুণ লেখক, বক্তা ও ব্যবসায়িক উদ্দোক্তা -ওসমানুজ্জামান হায়দার রোকন চৌধুরী।