তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত হয়ে মিশে যেতে বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, তাইওয়ানকে অবশ্যই চীনের সঙ্গে মিশে যেতে হবে। এ বিষয়টি মেনে নিতে হবে তাইওয়ানের জনগণকে। আলাদা শায়ত্ত্বশাসন নিয়ে টিকে থাকলেও তিনি ওই দেশটিকে একদেশ দুই ব্যবস্থার ভিত্তিতে শান্তিপূর্ণ উপায়ে একীভূত হওয়ার আহ্বান জানিয়েছেন। শি জিনপিং বলেছেন, এক্ষেত্রে শক্তি প্রয়োগের ক্ষমতা রাখে চীন। তাইওয়ান একটি স্ব-শাসিত দেশ ও নিজেদেরকে তারা স্বাধীন দাবি করে। তবে বেইজিং তাদেরকে দেখে একটি প্রদেশ হিসেবে। তারা মনে করে, এটি তাদের মূল ভূখন্ডের অংশ।
চীনা প্রেসিডেন্ট বলেছেন, চীন ও তাইওয়ান দু’পক্ষই একই চীনা পরিবারভুক্ত ছিল। তাইওয়ানের জনগণকে অবশ্যই বুঝতে হবে যে, স্বাধীনতা তাদের সামনে শুধুই কঠোরতা বহন করে আনবে। তিনি জোর দিয়ে বলেন, তাইওয়ানের স্বাধীনতাকে অনুমোদন দেয়ার কোনো রকম তৎপরতাকে কখনোই সহ্য করবে না চীন। তিনি জানান দেন, তাইওয়ানের সঙ্গে সম্পর্ক হলো চীনের অভ্যন্তরীণ রাজনীতির অংশ। সেখানে বিদেশীদের হস্তক্ষেপ অসহনীয়।