কক্ষপথে নিজস্ব স্যাটেলাইট পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে নেপাল। জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিষয়ে অধ্যয়নরত দুই নেপালি ছাত্র এই কাজটি করছেন। নেপাল একাডেমি অব সাইন্স এন্ড টেকনলজির (এনএএসটি) টেকনিক্যাল বিভাগের প্রধান রবীন্দ্র প্রসাদ ধকল বলেন, বার্ড-৩ নামে এই স্যাটেলাইট উৎক্ষেপনে নিয়ে কাজ করার জন্য দুই শিক্ষার্থীকে ২০ মিলিয়ন রুপি দেয়া হয়েছে। ভর্তুকি মূল্যে একই সঙ্গে তিনটি স্যাটেলাইট তৈরির জন্য এই অর্থ দেয়া হয় এবং মে মাসের মাঝামাঝি উৎক্ষেপনের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। স্যাটেলাইট প্রতিদিন দেশের বিভিন্ন অংশের ছবি তুলবে এবং এর পাহাড়-পর্বত, সমভূমি, বন, হিমবাহ, সড়ক এমনকি বন্যা সম্পর্কেও তথ্য যোগান দেবে। স্যাটেলাইন উৎক্ষেপনের জন্য বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী জাপান সফর করবেন। এই প্রকল্প শেষ হলে নেপালকে বিপুল অর্থ খরচ করে অন্য দেশের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে না। এই প্রকল্পের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নেপালের প্রকৌশলীরা উন্নত বিশ্বের প্রকৌশলীদের থেকে কম যোগ্যতার নন। স্যাটেলাইটে থেকে পোঠানো ছবি ও তথ্য গ্রাউন্ড স্টেশনে সংরক্ষণ করবে।
বার্ড-৩ নামের স্যাটেলাইট উৎক্ষেপনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নেপাল।
