ইসরাইলের সাথে যুদ্ধ করে পুরা আরব বিশ্ব ব্যার্থ হলেও ইসরাইল লেবানন এর মিলিশিয়া গ্রপ হিজবুল্লাহকে যথেষ্ট ভয় পায়। ইসরাইলের হিজবুল্লাহকে ভয় পাবার যথেষ্ট কারণও আছে। হিজবুল্লাহ এর কাছে ইস্রাইলোর মাইর খাওয়ার ইতিহাস যথেষ্ট লম্বা।
এখানে তার কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা দেওয়া হলো।
১৯৮২ সালে ইসরাইলি সেনা ক্যাম্প এ হামলা চালিয়ে 72 জন সেনা কে হত্যা করে হিজবুল্লাহ।
১৯৮৩ সালে লেবাননের বৈরুত এ আমেরিকান সেনা ক্যাম্প এ হামলা চালিয়ে ২৪১জন মার্কিন মেরিন সেনা ও 58 জন ফ্রান্সের সেনা কে হত্যা করে।
১৯৮৪ সালে তেল আবিব এ ইসরাইলি সেনা হেড কোয়ার্টার এ হামলা চালিয়ে ২২ জন অফিসার সহ ১৩২জন ইসরাইলি সেনাকে হত্যা করে হিজবুল্লাহ।
১৯৮৫ সালে ইসরাইলি সেনা ক্যাম্পে হামলা চালিয়ে ৪২ জন ইসরাইলি সেনা হত্যা করে।
১৯৮৬ সালে ইসরাইলে বোমা হামলা করে ২৬ জন ইসরাইলী সেনা হত্যা করে।
১৯৯২ সালে আজেন্টিনায় বোমা হামলায় ইসরাইলী রাষ্ট্রদুতকে হত্যার সাথে ২৮ জন ইসরাইলী নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়।
১৯৯৪ সালে ইসরাইলের সেনা ক্যাম্পে হামলা চালিয়ে ৯৪ জন ইসরাইলী সেনা হত্যা।
১৯৯৪ সালে লন্ডনে হামলা চালিয়ে ইসরাইলী রাষ্ট্রদূত হত্যা সেই হামলায় ৬২ জন নিহত হয়েছিল।
১৯৯৫ সালে সার্বিয়ার বিরুদ্ধে ১২০০ সেনা পাঠায় হিজবুল্লাহ বসনিয়ার মুসলিম বাহিনীকে সাহায্য করার জন্য।
১৯৯৬ সালে সার্বিয়ার সেনা ক্যাম্পে হামলা চালিয়ে ২৩২ জন সার্বিয়ার সেনাকে হত্যার অপারেশন।
১৯৯৬ সালে আমেরিকায় বোমা হামলায় ৪২ জন ইহুদিকে হত্যা।
২০০৬ সালে হিজবুল্লাহ ইসরাইল যুদ্ধ ও ইসরাইলের গর্ভেরধন মারকাভা ট্যাংক যাকে ইসরাইল অজেয় মনে করত, ৩৩ দিনের যুদ্ধে ৪০টির অধিক ট্যাংক সম্পূর্ন ধ্বংস করে তার অহংকার এর পতন ঘটায়। এই যুদ্ধে ২ শতাধিক ট্যাংক ব্যাবহারের অযোগ্য হয় যা ইসরাইলের মোট ট্যাংক এর এক পঞ্চমাংশ ছিল। ইসরাইলের ১২১ জনসেনা নিহত হয়েছে বলে বলা হলেও প্রকৃত সংখ্যা ২৫০ জনের অধিক এবং দের হাজারের ও বেশি ইসরাইলি সেনা আহত হয়েছিল ।
২০১২ সালে ইসরাইলী সেনা ক্যাম্পে হামলা চালিয়ে ১৭ জনকে হত্যা।
২০১৫ সালে সেবা ফার্মে হামলায় চালিয়ে ১৫ জন ইসরাইলী সেনাকে হত্যা।
বর্তমানে সিরিয়ায় আসাদ সরকারের পক্ষে আইএস ও বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে হিজবুল্লাহ। শোনা যায় হিজবুল্লার কাছে লক্ষাধিক মিসাইল রয়েছে । অসংখ্য atgm, 200 এর মত ট্যাংক, বিমান বিধ্বংসী উন্নত মিসাইল, ক্রুজ মিসাইল, জাহাজ বিধ্বংসী আধুনিক মিসাইল সহ ইসরাইলকে ধ্বংস করতে সার্বক্ষণিক নিয়োজিত লক্ষাধিক সেনা এক্টিভ রয়েছে ।.. .. .. খান মোঃ নাছির উদ্দিন।