সীমান্তে ট্যাংক চলাচলের উপযোগী সেতু উদ্বোধন করেছে ভারত। এই সেতুতে নামতে পারবে জঙ্গিবিমানও। চীনের সঙ্গে স্পর্শকাতর সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে ভারত তার সবচেয়ে দীর্ঘ রেল ও সড়ক সেতু উদ্বোধন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার দারিদ্র পীড়িত উত্তরপূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে এই সেতুর উদ্বোধন করেন।
ব্রহ্মপুত্র নদীর উপর বগিবিল সেতু নামে পরিচিত সেতুটি ৪.৯ কিলোমিটার দীর্ঘ। এই প্রকল্প বাস্তবায়নে প্রায় দুই দশক লেগেছে এবং এতে ব্যয় হয়েছে ৮০০ মিলিয়ন ডলার। ডিবগড় শহরের কাছে নির্মিত এই সেতু সামরিক কাজে ব্যবহার করা যাবে। ফলে চীন সীমান্ত লাগোয়া অরুনাচল প্রদেশে দ্রুত সেনা ও রসদ পাঠাতে সক্ষম হবে সেনাবাহিনী। সেতুটি উদ্বোধনের ফলে ডিবগড় ও অরুনাচল প্রদেশের রাজধানী ইটানগরের মধ্যে পথের দূরত্ব ৭৫০ কিলোমিটার কমে গেছে।
১৯৬২ সালের যুদ্ধে চীনের কাছে অরুনাচল প্রদেশটিকে হারিয়েছিলো ভারত। ভারতের সবচেয়ে ভারি ৬০ টন ওজনের ব্যাটল ট্যাংক বহনের উপযোগী করে সেতুটি নির্মিত ফলে এই সেতুতে জঙ্গিবিমানও অবতরণ করতে পারবে।