এভিয়েমন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (এভিক) এপর্যন্ত স্থানীয়ভাবে তৈরি ১০০টি উইং লুং ড্রোন রফতানি করেছে। চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানটি ২০১০ সাল থেকে উইং লুং সিরিজের ড্রোন রফতানি করছে। সন্ত্রাসবিরোধী অভিযান, নিরাপত্তা টহল ও আকাশে নজরদারির কাজে এই ড্রোন ব্যবহার করা হয়। সুনির্দিষ্টভাবে জানা না গেলেও রফতানিকৃত ড্রোনগুলোর মধ্যে উইং লুং-১, ২ ও মিডিয়াম অলটিচুড লং এনডুরেন্স কমব্যাট ড্রোন রয়েছে বলে মনে করা হয়। আলজেরিয়া, মিসর, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, নাইজেরিয়া, পাকিস্তান, সার্বিয়া, সৌদি আরব, আরব আমিরাত ও উজবেকিস্তানে এসব ড্রোন মোতায়েন রয়েছে।
গত অক্টোবরে পাকিস্তানের এরোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন জানায় যে তারা পাকিস্তান বিমান বাহিনীর ব্যবহারের জন্য যৌথভাবে ৪৮টি উইং লুং-২ ড্রোন তৈরি করবে। রোববার এভিক উইং লুং আই-ডি ড্রোন উদ্বোধন করেছে, এটা উইং লুং পরিবারের সর্বশেষ সংস্করণ। নতুন ড্রোনের ফিউজিলাজ পুরোটাই কম্পোজিট উপাদানে তৈরি বলে প্রতিষ্ঠানটি জানায়।
চায়না (এভিক) ২০১০ সাল থেকে উইং লুং সিরিজের ড্রোন রফতানি করছে।
