ভারতের তৈরি ব্রহ্মস ক্ষেপনাস্ত্রের প্রতিটির দাম ৩০ কোটি রুপি। এই উচ্চমূল্যের কারণে পর্যাপ্ত সংখ্যক ব্রহ্মস সংগ্রহ করতে পারছে না ভারতীয় সেনাবাহিনী। অন্যদিকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের চেয়েও উন্নত কিন্তু দামে অনেক সস্তা একই ধরনের ক্ষেপনাস্ত্র তৈরির কথা ঘোষণা করেছে চীন। তাই ব্রহ্মসের দাম কমানোর পরামর্শ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনী। এই উচ্চমূল্য ভারত ও রাশিয়ার যৌথ উদ্ভাবিত ক্ষেপনাস্ত্রটি অভ্যন্তরিণ ব্যবহার ও রফতানির পথে বাধা হয়ে আছে। সূত্র বলেন, প্রতিবছরের মুদ্রাস্ফীতি বিবেচনায় নিলে প্রতি বছরই ব্রহ্মসের দাম বেড়েছে। ব্রহ্মস এরোস্পেসকে দাম ব্যাপকভাবে কমিয়ে আনার দিকে মনযোগ দিতে হবে। তা নাহলে দেশে-বিদেশে তারা বাজার সৃষ্টি করতে পারবে না। উচ্চ মূল্যের কারণে সেনাবাহিনী ব্রহ্মসের পেছনে আর বিনিয়োগ করতে আগ্রহী নয় বলে সূত্রগুলো জানায়।
এদিকে চীনের একটি সরকারি প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে যে তারা এমন একটি নতুন সুপারসরিক মিসাইল তৈরি করেছে যা ব্রহ্মসের মতো এবং আরো উন্নত। এইচডি-১ নামে এই মিসাইল তৈরি করে গুয়াংডং হংডা ব্লাস্টিং কোম্পানি। ক্ষেপনাস্ত্রটি পাকিস্তানকে সরবরাহ করা হতে পারে বলে কোম্পানিটি ইংগিত দেয়।
চীনা কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে বলেন, ব্রহ্মস খুবই দামি এবং কম কার্যকরি। বেইজিংভিত্তিক সামরিক বিশ্লেষক ওয়েই ডংজু বলেন, সলিড ফুয়েল রামজেট থাকায় এইচডি-১-এ কম জ্বালানি প্রয়োজন হয়। ফলে এটি প্রতিদ্বন্দ্বীগুলোর তুলনায় হালকা, আরো দ্রুত ছুটতে এবং দূরে গিয়ে আঘাত হানতে পারবে। অন্যদিকে ব্রহ্মসে রয়েছে রাশিয়া-ভারত যৌথ উদ্ভাবিত তরল জ্বালানি চালিত রামজেট ইঞ্জিন, যার পরিচালনা খরচ তুলনামূলক বেশি।