মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে বাঁশখালীর গরীব-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ (৪ ডিসেম্বর) বিকালে মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে এই বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এ সময় ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান সিআইপি উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
তিনি উপস্থিত জনতার উদ্দেশ্য বলেন, আমার বাবার ওসিয়ত ছিল সব সময় বিপদে-আপদে, সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থাকার এবং তাদের মঙ্গলের জন্য কাজ করার। এরই অংশ হিসেবে আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য শীত বস্ত্র নিয়ে এসেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আজীবন আপনাদের পাশে এভাবে থাকতে পারি এবং আপনাদের বিপদ-আপদ, সুখ-দুঃখের ভাগীদার হতে পারি।
শীতবস্ত্র বিতরণ শেষে নাপোড়া বাজার জামে মসজিদের খতিব ক্বারী নুরুল আমীন এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মরহুম মাস্টার নজির আহমদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কলামিস্ট ও গবেষক ড. মুহম্মদ মাসুম চৌধুরী, জহির উদ্দীন মোহাম্মদ বাবর, এমরানুল হক, ভিপি রায়হানুল হক চৌধুরী, তুষার, আকতার প্রমুখ