ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ১ নং ওয়ার্ডের দক্ষিণ সুয়াবিল এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জানুয়ারী) রাত ১. ৩০ মিনিটের সময় স্থানীয় ফকির বাগিচা হযরত গোলাম হোসেন শাহ বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে স্থানীয় বাসিন্দা বদিউল আলম বাদশা, রমজান আলী, শাহাব উদ্দীন, হাসান উল্লাহ, আমান উল্লাহ, শহিদ উল্লাহ’র টিনের চালার ছয় বসতঘর অাগুনে পুড়ে পুরোপুরি ভষ্মিভূত হয়ে যায়। স্থানীয়রা মনে করছেন, বদিউল আলমের ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে উঠাৎ আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলতে দেখে এলাকাবাসী ছুটে আসেন। হাতের কাছে পাওয়া পানি দিয়ে আগুন নিবারণের প্রাণান্ত চেষ্টা চালায় স্থানীয়রা। খবর পেয়ে রাত আড়াইটার দিকে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণেই ছয় বসতঘরই পুড়ে ছাই হয়ে যায়।
১ নং ওয়ার্ডের কাউন্সিলর হারুন জানান, আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার আমান উল্লাহর বোনের বিয়ের জন্য ঘরে রাখা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ ও রমজান আলী ঘরের ব্যবহৃত ৩ ভরি স্বর্ণালংকারও আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কোন রকম প্রাণে বাঁচা হতদরিদ্র পরিবারগুলো একদম নি:স্ব হয়ে গেলো।