চট্টগ্রামের চার কৃতিসন্তান; যথাক্রমে ড.হাছান মাহমুদকে তথ্যমন্ত্রী, বীর বাহাদুর উ শৈ সিংকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমিমন্ত্রী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শিক্ষা উপ-মন্ত্রী হিসেবে মন্ত্রী সভায় নিযুক্ত করায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও নবনিযুক্ত মন্ত্রীদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সাংবাদিকদের জাতীয় শীর্ষ সংগঠন ‘বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে’র চট্টগ্রাম থেকে নির্বাচিত সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, নির্বাহী সদস্য রুবেল খান ও আজহার মাহমুদ। এক বিবৃতিতে এই সাংবাদিক নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, মন্ত্রী পরিষদে চট্টগ্রাম থেকে নবনিযুক্ত এই চার কৃতিসন্তান নিঃসেন্দহে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের উন্নয়নসহ জাতীয় অগ্রগতির অদম্য অভিযাত্রায় বিশেষ ভুমিকা রাখবেন।
#(প্রেস বিজ্ঞপ্তি)