চট্টগ্রামের সাংবাদিকদের তৃতীয় আবাসন প্রকল্পের কাজ শুরু হচ্ছে আগামী মার্চেই। নগরীর শেরশাহ এলাকায় চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের নিজস্ব জায়গায় সাংবাদিকদের আবসন সমস্যা সমাধানের জন্য এই তৃতীয় প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। ফ্ল্যাট নির্মাণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে চুক্তির সিদ্ধান্ত নেয়া হয়। এই প্রকল্পে চট্টগ্রামের শতাধিক সাংবাদিককের জন্য আবাসিক সমস্যা সমাধান করা সম্ভব হবে। আজ ৬ জানুয়ারি রোববার চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাধারণ সভার শুরুতে শ্রেষ্ঠ জাতীয় সমবায় পুরস্কার অর্জন করায় চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনকে সংবর্ধনা প্রদান করে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি। এদিকে শেরশাহ হাউজিং সোসাইটির প্লট মালিক সুখময় চক্রবর্ত্তীর সাথে চলমান মামলা নিষ্পত্তির জন্য দুইপক্ষের মধ্যে সমঝোতা চুক্তিও বার্ষিক সাধারণ সভায় গৃহীত হয়। এসময় সিটি মেয়র নাছির সাংবাদিকদের পাশে থাকার আশ্বাসদেন এবং তৃতীয় আবাসন প্রকল্প বাস্তবায়নে সহায়তারও ঘোষণা দেন। সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি স্বপন কুমার মল্লিকের সভাপতিত্বে এবং সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে সিটি মেয়র আবাসন বঞ্চিত সাংবাদিকদের আবাসন সুবিধা নিশ্চিত করতে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন। মেয়র বলেন, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান আইনি জটিলতার কারণে সাংবাদিকদের আবাসন বাস্তবায়নে নানামুখী সমস্যার সৃষ্টি হয়ে আসছিল। জমি নিয়ে জটিলতা নিরসনসহ সকল সমস্যা সমাধানে সার্বিক সহায়তা প্রদানে আমি সচেষ্ট আছি।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সহ-সভাপতি সমীর বড়–য়া, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি অঞ্জন সেন, বিএফইউজে সহসভাপতি রিয়াজ হায়দার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, বিএফইউজে যুগ্ম মহাসচিব কাজী মহসিন, দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জামালখান ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ। অনুষ্ঠানে সিটি মেয়রকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়
বিকেলে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সমিতির কার্যক্রমের উপর সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সম্পাদক হাসান ফেরদৌস এবং অর্থ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন মো নুরুদ্দিন। সভায় বক্তারা চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটি’র অভ্যন্তরে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্র, সাম্য, উন্মুক্ততা, সামাজিক দায়িত্ব পালন, সুষ্ঠু,সঠিক ও বাস্তবমুখী নীতিমালার আলোকে সমবায় আন্দোলনকে গতিশীল করার আহ্বান জানান। সাধারণ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, প্রবীন সাংবাদিক সুখময় চক্রবর্ত্তী, আনোয়ার হোসেন পিন্টু, চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক রোকসার আহমেদ প্রমুখ। বার্তা প্রেরক-মো. নুরুদ্দিন কোষাধ্যক্ষ