মঙ্গলবার (৮.১.১৯) চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগে ২৫শে জানুয়ারি অনুষ্টিতব্য বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড২০১৮-এর কার্যনির্বাহি কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রধান প্রফেসর ড.নু.ক.ম.আকবর হোসেনের সভাপতিত্বে এ সভায় অংশ নেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরেণ্য রসায়নবিদ প্রফেসর ড.সরোজ কান্তি সিংহ হাজারি স্যার, প্রফেসর বেণু কুমার দে স্যার(চবি), চবি রসায়ন বিভাগীয় সভাপতি প্রফেসর ড.মনির উদ্দিন স্যার সহ কমিটির কার্যনির্বাহি খ্যাতনামা রসায়ন শিক্ষকবৃন্দ।
অলিম্পিয়াড২০১৮-এর কার্যনির্বাহি কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।
