আজ সকাল বেলা (১৩ জানুয়ারী) কাঞ্চন নগর, চেইঙ্গর পুলে ডাকাতের ছোড়ার আঘাতে দুই জন আহত। আহত একজন কাঞ্চন নগর কিন্ডার গার্ডেন স্কুলের সভাপতি, আজম পেশকার বাড়ির নুরু সওদাগরের পুত্র এবং অপর জনের নাম জাহাঙ্গীর তিনি বরকত আলি বাড়ির ফরিদ চকিদারের পুত্র। ডাকাতরা ছুড়ি দিয়ে প্রচুর জকম করে আহতদের কাছে থাকা মোবাইল ও নগদ টাকাসহ সঙ্গের সবকিছু নিয়ে যায় । ছুড়ির প্রচুর আঘাতে আহত আজমকে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তার অবস্থা খুবি আশংকা জনক।