বেসরকারী সংস্থা ওয়াটার এইড এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)র সহযোগিতায় ও এইচ এন্ড এ্যাম ফাউন্ডেশনের অর্থ সহায়তায় অক্সিজেন মোড় ও বিবির হাটে দুটি অত্যাধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে। প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত টয়লেট দুটি আনুষ্ঠানিক ভাবে আজ উদ্বোধন করা হয়েছে। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ফিতা কেটে টয়লেট গুলো উদ্বোধন করেছেন।
টয়লেট গুলোতে প্রতিবন্ধী টয়লেট ও নারী- পুরুষদের জন্য আলাদা চেম্বার, হাত ধোয়ার ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, সার্বক্ষণিক বিদ্যুৎ স্যানিটারি ন্যাপকিন, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, পাবলিক টয়লেট সংকটে সবচেয়ে বেশি হয়রানির শিকার হন নারী ও প্রতিবন্ধীরা। এই পরিস্থিতি মোকাবেলা এবং নগর বাসীর শৌচ ব্যবস্থার কথা চিন্তা করে বেসরকারী সংস্থা এগিয়ে এসেছে। এই পর্যন্ত নগরে চারটি টয়লেট স্থাপন করেছে ওয়াটার এইড ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে’র সহায়তায় টয়লেটগুলো নির্মাণ করা হয়েছে। এসময় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ, ওয়াটার এইড এ্যাডভোকেসি ডিরেক্টর ড লিয়াকত আলী, চউক প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম, কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, কাউন্সিলর মোবারক আলী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, আবদুল নবী লেদু, যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুলসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।