এক শোকবাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতরাতে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে এ পর্যন্ত অন্তত: ৭৮ জনের মৃত্যু এবং অসংখ্য মানুষ আগুনে পুড়ে মারাত্মক আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। সরকারে উদাসীনতার কারণে এধরণের মর্মস্পর্শী ঘটনার বারবার পুণরাবৃত্তি ঘটছে-যা কোনক্রমেই কাম্য হতে পারে না। বিএনপি মহাসচিব নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের সুস্থতা কামনা করেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের পাশে দাঁড়ানোর জন্যই চিকিৎসক ও দেশের মানুষের প্রতি আহবান জানান বিএনপি মহাসচিব।
চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোকবাণী-
