শাহ সাবরিনা মোয়াজ্জেম-
রিক্সা ভাড়া টা আমি দিয়ে দিচ্ছি , না ,ধন্যবাদ বলেই হাইহিল খট খটের ঝংকারে ওপরে চলে আসি । এভাবে প্রায় রিক্সা ভাড়া দেয়ার অভিলাষ ব্যাক্ত করে । যতটা পাড়ি এড়িয়ে চলার চেষ্টা করি । মাঝে কিছুদিন দেখা নেই , হঠাৎ দেখা, বললেন কেমন আছি ,বললাম গম আছি কারণ পাশাপাশি রান্না ঘর । রান্না ঘরে গেলে পাশের বাসার উর্দু, হিন্দি ভাষা বুঝিনা ।এতো জোরে কথা বলে কান ঝালা পালা হয়ে যায় ।এতো বড় বাসায় থাকে, এতো বড় অফিসার কথার কোন মাধুর্য নেই । ভাষার চেইঞ্জ হলে ক্ষতি কি ।
নিজেকে খুব সুন্দরী ভাবেন, জি । এটা ঠিক না, কোনটা , নিজেকে সুন্দরী ভাবা । আমি সুন্দরী বলে ই বলছি ।কে বলেছে আপনি সুন্দরী, আপনার সুন্দর করে কোকিল কণ্ঠের রিক্সা ভাড়া দেয়ার কথায় আর আপনার হ্যাংলামির জন্যে ভেবে নিলাম । আপনার অনেক দেমাগ । আপনার সাথে কথা বলে কি লাভ শুধু শুধু । না মানে কুশলাদী জানা ।দুনিয়াতে এতো লোক থাকতে আমার কুশলাদি কেন । আপনার বউ আমাকে দেখলে চোখ বড়বড় করে তাকায় । আপনার ঘরে এক গাদা পোলাপান । হা ঠিক বলেছেন, মাত্র ৬ টা । মেয়ে বিয়ে দিয়েছেন ,ঘরে বসে নামায কালাম পড়েন আর চাকুরী করেন ।মেয়ে আমার বয়স কম । অল্প বয়সে বিয়ে দিয়েছি ।ঠিক করেছেন! এবার হজ্জ করে চলে আসুন । একটু কথা বলা যাবে , নাহ । স্বামী ছুটিতে এসেছে । দৌড়ে বাসায় আসে দেখি, স্বামী বাংলা সিনেমা দেখছে ।বললাম ওগো, সব নিয়ে যাচ্ছে ,সে বলল কোথায়, গ্রেফতার করো [ স্বামী আমার পুলিশ ] আরে চোর নয়, মহা চোর ।সে তরী গড়ি করে বলে উঠলো কই, কখন , কিভাবে । আরে বাবা চোর নয় , আমাকে নিয়ে
যাচ্ছে । ও হতাশ হল, ও এখনো নিয়ে যায়নি ।আবার মনো যোগে বাংলা সিনেমা দেখছে ।কি রুচি ! তুমি কিছু বললেনা ।নো, নড়ন নো চড়ন । পাশ থেকে বড় ছেলে বলল, বুঝবেনা মা, অভাগার গরু মরে ,ভাগ্যবানের বউ মরে । আমাকে কেও নিয়ে গেলে আমি ফিরে এসে তোর বাবার আর অশান্তির কারণ হবো । সব বন্ধ করে দেবো ।ছোট ছেলে পড়ছে, বলল, যেখানে যাও ,আমাকে সঙ্গে নিও । মুখ বই আর দিকে ই ঝুকে আছে । ভাবলাম আর নয় বিহিত একটা করতে ই হবে । প্রেম করে বিয়ে করেছি সাধ, আহ্লাদ সব বিসর্জন দিয়েছি এই দিন দেখার জন্যে । চিৎকার করে গান কড়া পছন্দ করতাম না , আজ হেরে গলায় চিৎকার করে বললাম, ফিরিয়ে দাও আমার এ প্রেম !
স্বামী বলল, তোমাকে নিয়ে যেতে চাই, সে অভাগা টা কে ।তাঁকে নিয়ে এসো, সালাম জানায় । বললাম, পাশের বাসার ভুত্না ভাই । ভত্না ভাই আবার মানুষের নাম হয় । আরে , তার দশাসই চেহেরা দেখে, ভুঁড়ি দেখে দুনিয়াতে মনে হয় এক পিচ আছে তাই [ আহ্লাদে গদ গদ হয়ে, আদর করে নাম দিয়েছি ভুত্না ভাই ।] স্বামী সব শুনে বলল এক কাজ করো যদি আবার রিক্সা ভাড়া দিতে চাই তুমি বলবে, ভুত্না ভাইয়া, আমি হেলিকপ্টার ঢাকা শহর ঘুরবো আপনি যদি ভাড়া টা মিটিয়ে দেন তো আমি আপনার ভাড়া