ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান কয়েকটি সংগঠনের প্রার্থীদের নাম ঘোষণা করার কাজ চলছে বলে জানা গেছে। ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ (কোটা আন্দোলনকারী) চূড়ান্ত প্যানেল ঘোষণা করবে বলে জানা গেছে। তবে, ছাত্রদলের প্যানেল ঘোষণা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল নির্ধারণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল এখনও দাবি আদায়ে আন্দোলনে রয়েছে। রবিবার তারা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে তাদের দাবি নিয়ে কথা বলবে বলে জানায়।
ছাত্রলীগ থেকে ভিপি-জিএস প্রার্থী যারা :
বাংলাদেশ ছাত্রলীগের প্যানেলে ভিপি-জিএস পদে প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে মনোনীত করেছে আওয়ামী লীগের হাইকমান্ড। এছাড়া এজিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে ঠিক করা হয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রগতিশীল ছাত্রজোটের প্যানেলে যারা :
এদিকে প্রগতিশীল ছাত্রজোট নিজেদের মধ্যে আলোচনা করে ভিপি পদে ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী এবং জিএস পদে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি উম্মে হাবিবা বেনজিরকে মনোনীত করেছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনার জন্য গঠিত সমন্বয় কমিটির দায়িত্বপ্রাপ্ত এক নেতা।
কোটা আন্দোলনের প্যানেলে সম্ভাব্য প্রার্থী যারা :
কোটা সংস্কার আন্দোলনে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এককভাবে প্যানেল ঘোষণা করবে বলে জানিয়েছে। তাদের প্যানেলে ভিপি পদে এ প্ল্যাটফর্মের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর এবং জিএসপদে আরও দুই যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান ও রাশেদ খানের কথা আলোচনা চলছে বলে নাম প্রকাশ না করার শর্তে এক নেতা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে।’