বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৮ ডিসেম্বর। অবশ্য এই সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেই দুইয়ে ওঠার সুযোগ ছিলো নিউজিল্যান্ডের। সিরিজ ২-০ ব্যবধানে জিতলেই তেমনটি করা হয়ে যেত। কিন্তু লঙ্কানদের দৃঢ়তায় প্রথম টেস্ট ড্র হওয়ায় ক্রাইস্টচার্চে শুধু দ্বিতীয় টেস্টে জয়ের দেখা পেয়েছে নিউজিল্যান্ড। ফলে নিজেদের কৃতিত্বে না হলেও সেই লঙ্কানদের জয়ের কৃতিত্বে দুইয়ে ওঠার সুযোগ হয়েছে নিউজিল্যান্ডের।
লঙ্কানরা সিরিজ জেতায় র্যাংকিংয়ে অবশ্য কোনও হেরফের হয়নি তাদের। শুধু বেড়েছে রেটিং পয়েন্ট। তারা অবস্থান করছে ষষ্ঠ স্থানে, আর পয়েন্ট কমেছে দক্ষিণ আফ্রিকার। ১০৫ পয়েন্ট হওয়াতে তারা নেমে গেছে নিউজিল্যান্ডের পরে। যাদের সংগ্রহ ১০৭ পয়েন্ট।
শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ১১৬ পয়েন্ট। এমন অবস্থায় বাংলাদেশের বিপক্ষে টেস্টে সিরিজে এই অবস্থান আরও সুদৃঢ় করার সুযোগ এখন স্বাগতিক নিউজিল্যান্ডের সামনে। কারণ অক্টোবরে ভারত সফরের আগে আর কোনও সিরিজ নেই দক্ষিণ আফ্রিকার। আর বাংলাদেশের টেস্ট র্যাংকিংয়ে অবস্থান নবম।