গত ২৩ই ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল ৩:০০টায় ঐতিহ্যবাহী রাউজানস্থ কদলপুর প্রিমিয়ার লীগ(KPL) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা উপভোগ করেন এবং সাথে বিজয়ী দলদের চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ ট্রফি তুলে দেন রেলপথ মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি আধুনিক রাউজানের রুপকার সংসদ সদস্য জননেতা এবি এম ফজলে করিম চৌধুরী এমপি সাহেব। এতে আরও উপস্থিত ছিলেন ৮নং কদলপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, কদলপুর ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি কমল চক্রবর্তী, কদলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী লাভলু, রাউজান উপজেলা দক্ষিণ ছাত্রলীগ সহ-সভাপতি মিজানুর রহমান, ভাষা শহীদ শফিউর রহমান ক্রিকেট একাদশের ইম্পলয়ার মুহাম্মদ সালাউদ্দিন, প্রিমিয়ার লীগ পরিচালনা কমিটির আহবায়ক আব্দুর সাত্তার রিটু, ইউপি সদস্য আলী আকবর, জয়নাল আবেদীন, মুহাম্মদ নাছের, সাইফুল ইসলাম জিকু, সাকিব, মুনচুর, জাবেদ, পারভেজ, বিপলু প্রমুখ। এতে অতিথিরা বলেন এটি শুধুমাত্র কদলপুরে খেলার আগ্রহী বৃদ্ধি করবে না দেশের একজন খেলোয়াড় তৈরি হতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। -আবরার মাহতাব খোকন রাউজান প্রতিনিধি।
রাউজানে (KPL) কদলপুর প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
