অস্টেলিয়ান ওপেনে একই দিনে মেয়েদের এককে দু’দুটি অঘটন। সাবেক দুই চ্যাম্পিয়নের বিদায় ঘণ্টা বাজিয়েছেন দুই অখ্যাত তারকা। একই দিনে অঘটনের শিকার হওয়া দুই হতভাগা তারকা হলেন মারিয়া শারাপোভা ও অ্যাঞ্জেলিক কেরবার। দুজনেই ছিটকে পড়লেন চতুর্থ রাউন্ড থেকে।
২০০৮ সালের চ্যাম্পিয়ন শারাপোভার দৌড় থামিয়েছেন স্বাগতিক অস্ট্রেলিয়ার অ্যাসলেইগ বার্টি। প্রথম সেট হারার পরও গ্যালারি ভর্তি দর্শকদের প্রাণ উজাড় করা সমর্থনকে কাজে লাগিয়ে ঘুরে দাড়ান বার্টি। ২২ বছর বয়সী তরুণী জিতে নেন পরের দুটি সেটই। ৪-৬, ৬-১, ৬-৪ গেমে জিতে বার্টি উঠে গেছেন কোয়ার্টার ফাইনালে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর কোনো অস্ট্রেলিয়ান মেয়ে হিসেবে তিনি পা রাখলেন অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে।