এবার পথচলার ৬৭ বছরে প্রথম জাতীয় সমবায় দিবস পুরস্কার পেয়েছে ‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি। এ সোসাইটির সর্বোচ্চ পদে অর্থাৎ ‘সভাপতি’ হিসেবে রয়েছেন নগর পিতা আ.জ.ম.নাছির উদ্দিন। তাঁর সংগঠন পেয়েছে জাতীয় সমবায় দিবস পুরস্কার। এর মাধ্যমে চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম.নাছির উদ্দিনের ললাটে যুক্ত হলো আরেকটি বিজয়তিলক। ২৫ নভেম্বর সকালে ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমবায় পুরস্কার-২০১৭ হিসেবে চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম.নাছির এ পদক গ্রহণ করেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (২৫ নভেম্বর) বেলা পৌনে ১২টায় ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চট্টগ্রাম নগর পিতা নাছির উদ্দিনের গলায় পদক পরিয়ে দেন । জাতীয় সমবায় দিবস উপলক্ষে ১০টি ক্যাটাগরিতে দেশের সফল সমবায়ীদের এ পুরস্কার দেওয়া হয়।