বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতের আমির শাহ আহমদ শফীর নির্দেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ শুক্রবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তরগেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে রাশেদ খান মেননের বক্তৃতার প্রতিবাদে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদে কওমি মাদ্রাসাকে বিষবৃক্ষের সঙ্গে তুলনা, ইসলামী অনুশাসনকে ‘মোল্লাতন্ত্র’ ও আল্লামা শাহ আহমদ শফীসহ আলেমসমাজ সম্পর্কে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তৃতার তীব্র প্রতিবাদেই শুক্রবার এ বিক্ষোভ সমাবেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অনুসারীরা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হেফাজত আমির শাহ আহমদ শফীর নির্দেশে ঢাকা মহানগর হেফাজত শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ করবে।