মাসুদুল ইসলাম মাসুদ। ফটিকছড়ি হতে-
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ১০ বছর মেয়াদী গোল্ডেন ভিসা লাভ করলেন ফটিকছড়ি ১৮ নং ধর্মপুর ইউনিয়নের অন্তর্গত ৩ নং ওয়ার্ডস্থ বিল্লাল মাঝির বাড়ি নিবাসী মৃত তোফায়েল আহমেদ এর বড় ছেলে আবুধাবি সেন্ড মেরিন হোটেলের স্বত্বাধিকারী জনাব সালাউদ্দীন মইনদ্দীনের বড় ছেলে মোহাম্মদ তানভির আহমেদ আনাস । সে আমিরাত সরকারের ঘোষণা অনুযায়ী মেধাবী শিক্ষার্থী ক্যাটাগরীতে এ ভিসা লাভ করেন। গোন্ডেন ভিসা লাভকারী তানভীর আবুধাবিতে এইচ এস সি ও এস এস সি সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে বর্তমানে আবুধাবি ইউনিভার্সিটি’তে কম্পিউটার সায়েন্স (আই টি) তে অধ্যয়নরত আছেন।
এই ব্যাপারে তার পিতার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এটা অবশ্যই আমার জন্য গর্বের বিষয় কারণ প্রতিযোগিতার এই দেশে আমার ছেলেকে আমিরাত হুকুমত যে সন্মান দিয়েছেন তা আমি ও আমার পরিবারকে আনন্দিত করেছে। তিনি আরো বলেন, আমি ব্যবসায়ী মানুষ সারাদিন বাইরে থাকি। ছোটকাল থেকে তার মা তাকে স্কুলে আনা নেওয়া সহ যাবতীয় দেখাশুনা করেছেন তাই তার মায়ের আনন্দটা আরোও একটু বেশি।
দেশ বিদেশের সকলের কাছে তিনি তার সন্তান ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন। আনাস যাতে ভবিষ্যৎ এ আরো ভালো রেজাল্ট করে দেশ ও দশের সেবায় নিয়োজিত হতে পারে এই কামনা করেন। আনাসের পরিবারের তার শিক্ষক, স্কুল শিক্ষক শিক্ষিকা, তার শুভাকাঙ্ক্ষী সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
ভাগ্যক্রমে বেঁচে গেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
গতকাল (৩ নভেম্বর) বৃহস্পতিবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরানের নেতৃত্বাধীন লংমার্চে গুলির ঘটনা ঘটে। এতে তার পায়ে গুলি লাগে। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া গুলিবিদ্ধ ইমরানকে লাহোরের একটি হাসপাতালে নেওয়া হয়।
ইমরান প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর স্বাস্থ্যবিষয়ক সহকারীর দায়িত্ব পালন করেছিলেন চিকিৎসক ফয়সাল সুলতান। তাঁর বরাত দিয়ে ডন বলছে, পিটিআই চেয়ারম্যানের ডান পায়ে গুলি লেগেছে, তাঁর অবস্থা স্থিতিশীল আছে।
মোঃ শামসেদ চৌধুরী
যুক্তরাজ্যে ওয়েস্টমিনস্টার হাইড পার্ক ওয়ার্ডের কাউন্সিলের নির্বাচিত।
সুলতানুল আলমঃরাউজানের সন্তান যুক্তরাজ্যের নাগরিক
মো.শামসেদ চৌধুরী এবছর ৫মে ২০২২ ইংরেজি তারিখে অনুষ্ঠিত লন্ডন সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা হাইডপার্ক- ওয়েস্ট মিনিস্টার ওয়াডের এর কাউন্সিলর নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন। রাউজানের পাঁচখাইন গ্রামের সন্তান মো: সোলেমান চৌধুরীর ৩য় পুত্র মো: শামসেদ চৌধুরী।
ওয়েস্টমিনস্টার সিটি অভ্যন্তরীণ লন্ডনের একটি শহর। এটি যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস এবং এটি ওয়েস্ট এন্ডের বেশিরভাগ অংশসহ মধ্য গ্রেটার লন্ডনের একটি বিশাল এলাকা দখল করে আছে। বাকিংহাম প্যালেস, ওয়েস্টমিনস্টার অ্যাবে, হোয়াইটহল, ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রাল,১০ ডাউনিং স্ট্রিট এবং ট্রাফালগার স্কোয়ার সহ লন্ডনের অনেক ল্যান্ডমার্ক বরোর মধ্যে রয়েছে।১৫৪০ সালে ওয়েস্টমিনস্টার একটি শহর হয়ে ওঠে এবং ঐতিহাসিকভাবে, এটি মিডলসেক্সের আনুষ্ঠানিক কাউন্টির একটি অংশ ছিল। ওয়েস্টমিনস্টারের প্রাচীন রাজনৈতিক জেলা সহ বেশ কয়েকটি এলাকায় বিভক্ত;অক্সফোর্ড স্ট্রিট, রিজেন্ট স্ট্রিট,পিকাডিলি এবং বন্ড স্ট্রিটের আশেপাশে কেনাকাটার এলাকা; এবং সোহোর রাতের বিনোদন জেলা। বরোটির বেশিরভাগই আবাসিক, এবং ২০১৯ সালে এটির জনসংখ্যা 261,000 বলে অনুমান করা হয়েছিল। হাইড পার্ক এবং রিজেন্টস পার্ক সহ বেশিরভাগ পার্ক এবং খোলা জায়গা থাকা সত্ত্বেও, জেলার জনসংখ্যার ঘনত্ব বেশি।
১৫৪০ সালে ওয়েস্টমিনস্টার শহরকে মর্যাদা জন্য প্রথম পুরস্কৃত করা হয়েছিল। স্থানীয় সরকার সংস্থাটি হল ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিল, এবং সেখানে শহরের একজন লর্ড মেয়র ছিলেন। ১৯৬৬ সাল থেকে ওয়েস্টমিনস্টার, যখন এলাকাটি লন্ডনের মেয়রের কর্তৃত্বের মধ্যেও রয়েছে ।
ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিল, ইংল্যান্ডের লন্ডনের ওয়েস্টমিনস্টার সিটির স্থানীয় কর্তৃপক্ষ, প্রতি চার বছর অন্তর নির্বাচিত হয়। ২০০২ সালে শেষ সীমানা পরিবর্তনের পর থেকে ২০টিওয়ার্ড থেকে ৬০ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ২০২২ সালের নির্বাচনের জন্য নতুন সীমানা পরিবর্তন কার্যকর হয় ।১৮টি তিন সদস্যের ওয়ার্ডে ৫৪জন কাউন্সিলর দ্বারা প্রতিনিধিত্ব করে।
হাইড পাক ওয়ার্ড তাদের মধ্যে একটি এবং এই ওয়ার্ড নামকরণের পিছনে আমরা একটু ফিরে পিছনের দিক দেখি। হাইড পার্ক হল ওয়েস্টমিনস্টার, গ্রেটার লন্ডনের একটি গ্রেড এর তালিকাভুক্ত প্রধান পার্ক, চারটি রয়্যাল পার্কের মধ্যে সবচেয়ে বড় যেটি কেনসিংটন প্রাসাদের প্রবেশদ্বার থেকে কেনসিংটন গার্ডেন এবং হাইড পার্ক হয়ে হাইড পার্ক কর্নার এবং গ্রিন পার্ক হয়ে একটি চেইন তৈরি করে। বাকিংহাম প্রাসাদে প্রবেশ। পার্কটি সার্পেন্টাইন এবং লং ওয়াটার হ্রদ দ্বারা বিভক্ত।
পার্কটি ১৫৩৬ সালে হেনরি অষ্টম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যখন তিনি ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে জমি নিয়েছিলেন এবং এটি শিকারের জায়গা হিসাবে ব্যবহার করেছিলেন। এটি ১৬৩৭সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হয় এবং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, বিশেষ করে মে দিবসের প্যারেডের জন্য।
১৯ শতক থেকে মুক্ত বক্তৃতা এবং বিক্ষোভ হাইড পার্কের একটি প্রধান বৈশিষ্ট্য। স্পিকার্স কর্নারটি ১৮৭২ সাল থেকে বাকস্বাধীনতা এবং বিতর্কের একটি বিন্দু হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, যখন চার্টিস্ট, রিফর্ম লীগ, ভোটাধিকার এবং স্টপ দ্য ওয়ার কোয়ালিশন সবাই সেখানে বিক্ষোভ করেছে। ২০ শতকের শেষের দিকে, পার্কটি পিঙ্ক ফ্লয়েড, দ্য রোলিং স্টোনস এবং কুইন-এর মতো গোষ্ঠীগুলিকে সমন্বিত করে বড় আকারের বিনামূল্যের রক মিউজিক কনসার্টের জন্য পরিচিত ছিল।
এই এলাকার মোট জনসংখ্যার ৩.২৯%ইন্ডিয়ান ১.০৬ %পাকিস্তানী ২.৮৭ % বাংলাদেশী ৪.৬১% অন্যান্য এশিয়ান বসবাস করে।
১৯৯০ সাল থেকে এই হাইড পার্ক ওয়াডে কনজারভেটিভ দল সবসময় নির্বাচিত হয়েছিল এবার এই প্রথম লেবার দলের তিনজন কাউন্সিলর নির্বাচিত হয় তাদের মধ্যে একজন হল মো: শামসেদ চৌধুরী যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন ৮০৪ ভোট। বাকি দুইজন হল জুডিথ এ্যানি এবং পল হাওয়াড।
মোঃ শামসেদ চৌধুরী ২০১৬ সাল থেকে ওয়েস্টমিনস্টারে বসবাস এবং কাজ করছেন। তিনি ব্যবসায় ও শিল্পে অভিজ্ঞ এ। মো.শামসেদ চৌধুরী ওয়েস্টমিনস্টারে গৃহহীন দাতব্য সংস্থার একজন স্বেচ্ছাসেবক। তিনি ইংরেজি, আরবি, হিন্দি, উর্দু এবং বাংলা এ ভাষায় পারদর্শী । ওয়ার্ডের সমস্ত বাসিন্দাদের কাছে বেশ জনপ্রিয়।
পারিবারিক সূত্রে জানা যায়,তার বড় ছেলে মো: শামীম চৌধুরী যুক্তরাজ্যের স্কটল্যান্ডে বসবাস করেন এবং ভাই এরশাদ কে. চৌধুরী অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাসরত করেন। সোলেমান চৌধুরী আর দুসন্তান নিয়ে মধ্যপ্রাচ্যে বসবাস করেছেন।দেশবাসী ও এস এ এস বি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর উত্তরাত্তর সাফল্য কামনা করি।লেখক চেয়ারম্যান এস.এ. এস.বি ফাউন্ডেশন।
আন্তর্জাতিক মৃত্যুদণ্ড রহিত দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে ১০ অক্টোবর বিকেল পাঁচটায়, চট্টগ্রাম কোট হিলে সোনালী ব্যাংকের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ছিলেন, এডভোকেট মোস্তফা নুর তিনি বলেন,যে কোনো অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হতে পারেনা। অপরাধি সৃষ্টির জন্যে আর্থ-সামাজিক বৈষম্য দায়ী। বৈষম্য মুক্ত রাষ্ট্র ও সমাজ চাই।মৃত্যু একটি স্বাভাবিক প্রক্রিয়া। জন্ম নিলে মরতে হবেই। কিন্তু মৃত্যুদন্ড মানব সৃষ্ট এক নিষ্ঠুর, অমানবিক ও অধঃপতিত শাস্তি। তথাপি মৃত্যুদন্ডাদেশ মানবাধিকার লঙ্ঘন। বর্তমান বিশ্বের অর্ধশতকেরও বেশি রাষ্ট্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে এটি ব্যবহৃত হয়ে আসছে। রাষ্ট্র কর্তৃক সর্বোচ্চ শাস্তির বিধান হিসেবে মৃত্যুদন্ডাদেশের আইন বিশ্বের অধিকাংশ দেশেই বিরাজমান। ১৯৪৮ সালে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র জাতিসংঘ কর্তৃক গৃহীত হওয়ার পর মাত্র ৮টি দেশ অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদন্ডের বিধানকে বাতিল করা হয়।এখন ৫৫ টি রাষ্ট্রের মৃত্যু দন্ড রহিত করা আইন করেছে,মৃত্যু দন্ড আইন থাকার পরও এই আইনটি চর্চা করছেন না। এশিয়ার কিছু দুর্বল ও উন্নয়নশীল রাষ্ট্র এখনো মৃত্তদণ্ড চর্চা করে আসছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন।
ট্রাস্ট অব হিউম্যান রাইটস্ বাংলাদেশ এর মহাসচিব আবদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে বক্তব্যে, মানবাধিকার কর্মীওচমান জাহাঙ্গীর, সাংবাদিক মুজিবুর রহমান, নুরুজ্জামান খোকন,মোহাম্মদ আবু জাফর, এডভোকেট তৌহিদুল ইসলাম, এডভোকেট মোঃ মহসিনএড হাসিনা বেগম,এড জান্নাতুল ফেরদৌস, মোঃ আলী, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোবারক হোসেন।
ভারতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ মিছিল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দেশটির পুলিশ।
আজ মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়। খবর এনডিটিভি।
সংবাদমাধ্যমটির খবরে জানা যায়, ভারতের রাজধানী নয়াদিল্লীতে একটি রাস্তায় আন্দোলনরত অবস্থায় পুলিশের সঙ্গে বাক বিতন্ডার পর তাকে আটক করা হয়। পরে তাকে একটি বাসে উঠিয়ে নিয়ে যায় পুলিশ। আটকের সময় রাহুল গান্ধী বলেন, ভারত একটি পুলিশ রাষ্ট্র, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে একজন রাজা মনে করেন।
এনডিটিভি খবরে আরো বলা হয়, জিএসটি বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানী দিল্লির কেন্দ্রস্থলে বিক্ষোভে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সময় বিপুল সংখ্যক পুলিশ কংগ্রেসের এই প্রতিবাদস্থল ঘিরে রাখে।
এর আগে লোকসভায় মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানোর জেরে ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের চার সাংসদকে পুরো অধিবেশনের জন্য বহিষ্কার করেন স্পিকার। অভিযুক্ত সাংসদরা লোকসভার ভেতরে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন। পরে স্পিকার ওম বিড়লা তাদের বাইরে গিয়ে প্রতিবাদ জানাতে বলেন। লোকসভা মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১১টা পর্যন্ত মুলতবিও করা হয়।
সংবাদমাধ্যমটির খবরে জানা যায়, লোকসভায় প্ল্যাকার্ড নিয়ে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন চার কংগ্রেস সাংসদ। এর ফলে সংসদের গোটা অধিবেশন থেকেই সাময়িক বরখাস্ত করা হয় তাদের। কংগ্রেসের সাংসদরা হলেন, তামিলনাড়ু থেকে নির্বাচিত মনিকম ঠাকুর, জ্যোতিমণি, কেরালার রামাইয়া হরিদাস এবং টি এন প্রথাপন।
সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রে ২১ জন নিহত।
সন্ত্রাসীর গুলিতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে।
গতকাল (২৪ মে) মঙ্গলবার গুলির ঘটনাটি ঘটে। অঙ্গরাজ্যের ডিপার্টমেন্ট ফর পাবলিক সেফটি সিএনএনকে এ তথ্য জানিয়েছে।
জঙ্গি নেতা সালভাদর রামোস পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাউথ টেক্সাসের উভালদে শহরের যে স্কুলে হামলা চালানো হয়েছে, সেটির নাম রব এলিমেন্টারি স্কুল। সালভাদর রামোস নামের ১৮ বছর বয়সী এক তরুণ ওই হামলা চালিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে গ্রেগ অ্যাবোট বলেন, ওই সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়। ধারণা করা হচ্ছে, ঐ সন্ত্রাসী একাই হামলা চালিয়েছেন। তবে কেন হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি।
গ্রেগ অ্যাবোট বলেন, বন্দুকধারী সালভাদর রামোস গাড়ি নিয়ে ঐ স্কুলে ঢুকেছিলেন। তাঁর হাতে একটি বন্দুক ছিল।
এ ঘটনার পর দেশটির জাতীয় পতাকা ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে, আজ বুধবার হোয়াইট হাউস থেকে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
তবে বিগত ১০ বছরে যেসব হামলা হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম টেক্সাসের এ হামলা। এর আগে ২০১২ সালে কানেটিকাটে একটি স্কুলে হামলা চালানো হয়। ওই হামলা ২০ শিশুসহ ২৬ জন নিহত হয়। নিহত ওই শিশুদের বয়স ছিল ৫ থেকে ১০ বছরের মধ্যে। এ ছাড়া ২০১৮ সালে ফ্লোরিডার একটি স্কুলে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১৭ শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শিগগিরই বিশ্বব্যাপী খাদ্যসংকট সৃষ্টি করতে পারে বলে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে। এ বিশ্বসংস্থার মতে, এ সংকট কয়েক বছর ধরে চলতে পারে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, দাম বেড়ে চলার কারণে যুদ্ধ দরিদ্র দেশগুলোর খাদ্য নিরাপত্তাহীনতাকে আরো খারাপ করেছে।
গুতেরেস আরো বলেন, ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরে না এলে কিছু দেশ দীর্ঘমেয়াদি দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারে।
সংঘাতের কারণে ইউক্রেনের বন্দর থেকে খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে। দেশটি যুদ্ধের আগে প্রচুর পরিমাণে ভোজ্য তেলের পাশাপাশি ভুট্টা এবং গমের মতো খাদ্যশস্য রপ্তানি করত।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ হ্রাস পেয়েছে। বিকল্প সরবরাহের উৎসগুলোরও দাম বেড়েছে। জাতিসংঘের মতে, বিশ্বব্যাপী খাদ্যের দাম গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।
বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া বক্তব্যে গুতেরেস বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও মহামারির সঙ্গে মিলে সংঘাতের প্রভাব কোটি কোটি মানুষকে খাদ্য নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়ার হুমকি সৃষ্টি করেছে। এর হাত ধরে আসতে অপুষ্টি, ব্যাপক ক্ষুধা এবং দুর্ভিক্ষ। ‘
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘যদি আমরা একসঙ্গে কাজ করি তাহলে আমাদের বিশ্বে এখনও পর্যাপ্ত খাদ্য আছে। কিন্তু যদি আমরা এখনই এই সমস্যার সমাধান না করি, তাহলে আগামী মাসগুলোতে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতির আশঙ্কা সৃষ্টি হবে। ’
গুতেরেস সতর্ক করে দিয়ে বলেন, সংকটের একমাত্র কার্যকর সমাধান হচ্ছে ইউক্রেনের খাদ্য উৎপাদন এবং সেইসঙ্গে রাশিয়া এবং বেলারুশ উভয়ের উৎপাদিত সার বিশ্ব বাজারে পুনরায় যুক্ত করা।
জাতিসংঘ মহাসচিব বলেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইইউ এর সঙ্গে খাদ্য রপ্তানি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার জন্য ব্যাপকভাবে যোগাযোগ করে যাচ্ছেন।
ইরাকে আগ্রাসন চালানো ব্লেয়ারকে নাইট উপাধিতে ভূষিত করায় বিশ্বের শান্তিকামী মানুষেরা ব্যতীত।
গত সপ্তাহে রাণী এলিজাবেথ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে এই উপাধিতে ভূষিত করেন।
তবে রাণী এলিজাবেথের কাছে প্রায় সাত লাখ মানুষ আবেদন জানিয়েছেন যাতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাইট উপাধি কেড়ে নেওযা হয়।
যেসব মানুষ আবেদনে সই করেছেন তারা বলছেন, ২০০৩ সালে ইরাকে যে মিথ্যা তথ্যের ভিত্তিতে সামরিক আগ্রাসন চালানো হয় তার জন্য টনি ব্লেয়ারের বিচার হওয়া উচিত।
আবেদনকারীর এও বলছেন যে, অবৈধভাবে ইরাকে আগ্রাসন চালানো হয়েছে এবং তার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের পাশাপাশি টনি ব্লেয়ারও সমানভাবে দায়ী। আবেদনকারীরা টনি ব্লেয়ারকে যুদ্ধাপরাধী বলে আখ্যায়িত করেছেন।
আবেদনকারীরা বলছেন টনি ব্লেয়ার হচ্ছেন বিশ্বের সবচেয়ে অপছন্দনীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন। ১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন।
ব্রিটিশ সমাজে এই ঘোষণার গভীর নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তা প্রতি মুহূর্তেই বাড়ছে। ইরাক থেকে যুদ্ধফেরত ব্রিটিশ সেনারা বলছেন, নাইট উপাধি দেয়ার আগে এই ব্যবস্থা নিয়ে আরো অনেক বেশি পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। একথার মধ্যদিয়ে তারা মূলত ব্লেয়ারের নাইট উপাধিতে ভূষিত করার বিরোধিতা করেছেন।
আমেরিকা ও ন্যাটোকে কঠোর জবাব দেওয়া হবে-পুতিন
আমেরিকার ইন্দনে ন্যাটো জোটের বিস্তার পরিকল্পনা রাশিয়ার জন্য ভয়াবহ নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে।
রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন তাদের বাড়াবাড়ি মস্কো চোখ বুজে দেখে থাকবে না। আমেরিকা ও ন্যাটোর কাছ থেকে নিরাপত্তার গ্যারান্টি আদায় করা এখন মস্কোর জন্য ‘জীবন ও মৃত্যুর’ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ‘রোসিয়া-১’ টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।
তিনি বলেন, “গত দুই দশক বা তারও বেশি সময় আগে থেকে তারা [পাশ্চাত্য] আমাদেরকে পদ্ধতিগতভাবে প্রতারিত করে এসেছে। ফলে পরিস্থিতি এমন এক স্থানে এসে ঠেকেছে যেখানে আমাদের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। এই প্রতারণা এবং পূর্বদিকে ন্যাটোর রাজনৈতিক ও সামরিক অবকাঠামোর বিস্তার অব্যাহত রয়েছে।”
পেসকভ আরো বলেন, ইউক্রেন, জর্জিয়া ও মোলদোভাকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করা হলে বিষয়টি ‘জীবন ও মৃত্যু’ হিসেবে গ্রহণ করবে মস্কো। এছাড়া, ইউক্রেনে আরেকটি গৃহযুদ্ধ বিশেষ করে পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে সংঘর্ষের বিস্তার রাশিয়া মেনে নেবে না।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে হত্যাচেষ্টা নস্যাৎ করে দিয়েছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশ সির্তে এক সমাবেশে তাকে মারার জন্য পুলিশের গাড়িতে বোমা পেতে রাখে দুর্বৃত্তরা।
বোমাটি সমাবেশস্থলের নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার গাড়ির নিচে পাতা হয় বলে জানায় তুর্কি সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। পেরে সেটিকে নিষ্ক্রিয় করে নিরাপত্তা বাহিনী।
গত শনিবারের এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। তবে এখনো কোনো সন্দেহ ভাজনকে গ্রেপ্তার করা যায়নি।
পাবলিক ব্রডকাস্টার টিআরটি হ্যাবারের খবর অনুযায়ী, ইম্প্রোভাইজড বিস্ফোরক সম্বলিত পুলিশ অফিসারের ব্যক্তিগত গাড়িটি দেশটির দক্ষিণ-পূর্বের আরেকটি প্রদেশ মারদিনে পাওয়া গেছে।
মারদিন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে সির্ত প্রদেশে প্রেসিডেন্ট এরদোগানের সমাবেশের নিরাপত্তা জোরদার করার দায়িত্ব দেয়া হয়েছিল ওই অফিসারকে।