ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ বলেন, সৎ, যোগ্য এবং আদর্শ পুলিশ অফিসার ও ফোর্স তৈরির যোগ্যস্থান পুলিশ একাডেমী। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রয়েছে বাংলাদেশ পুলিশ একাডেমীর। ‘আমরা কোয়ালিটি পুলিশ চাই, কোয়ালিটি সার্ভিস চাই। কোয়ালিটি পুলিশ তৈরির দায়িত্ব পুলিশের ট্রেনিং সেন্টারের।
গতকাল (২৮ ডিসেম্বর) সোমবার বিকালে চেমনি মিলনায়তনে, বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বাংলাদেশ পুলিশের আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
একাডেমীর প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্ব সভা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষকদের আন্তরিকতা ও গুরুত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়ে পুলিশ প্রধান বলেন, প্রতিটি প্রশিক্ষণার্থীকে এমন যত্ন নিয়ে গড়ে তুলতে হবে যাতে তারা প্রত্যেকে এক একজন পেশাদার পুলিশ সদস্য হিসেবে দেশের সেবা ও জনগণের কল্যাণে অবদান রাখতে পারে।
তিনি বলেন, সারদা থেকেই প্রতিটি পুলিশ সদস্যের অন্তরে নীতিবোধ ও নৈতিকতার বীজ এমনভাবে বপন করতে হবে, যা তারা আজীবন ধরে রাখতে পারে। আইজিপি বলেন, জনগণের সাথে দুর্ব্যবহারকারী, দুর্নীতিবাজদের আমরা পুলিশে দেখতে চাই না। আমরা পুলিশে জঞ্জাল পরিষ্কার করতে চাই। আমরা ভাল পুলিশ চাই। বাংলাদেশ পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলতে চাই।
আইজিপি বলেন, আমরা পুলিশে পরিবর্তনের সূচনা করেছি, আমাদেরকে পরিবর্তন হতে হবে। এটা যুগের প্রয়োজন, সময়ের চাহিদা। তিনি বলেন, পুলিশের প্রশিক্ষণে পরিবর্তন আনা হয়েছে, প্রশিক্ষণ মডিউল নতুন করে সাজানো হয়েছে। আমরা পুলিশের প্রশিক্ষণকে প্রায়োগিক করতে চাই।
সভায় অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ প্রশিক্ষণ সংক্রান্ত নানা বিষয়ে আইজিপির দিকনির্দেশনা চান। আইজিপি উত্থাপিত বিষয়গুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলকে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।
এর আগে আইজিপি সকালে একাডেমীর প্যারেড গ্রাউন্ডে আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৩৭তম সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্ত্তুতি পরিদর্শন করেন।
‘দেশরক্ষার জন্য দেশের নদ-নদীরক্ষা অপরিহার্য’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু ও নদীমাতৃক বাংলাদেশ’ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘মানুষের দেহের শিরা-উপশিরা নষ্ট হলে যেমন মৃত্যু অনিবার্য, ঠিক একইভাবে আমাদের নদীগুলোকে দখল-দুষণ থেকে রক্ষা করতে না পারলে দেশকে রক্ষা করা কঠিন, দেশের জলবায়ু এবং এই নদীপারের মানুষগুলোকে রক্ষা করা কঠিন। সেজন্য আমাদের সবাইকে নদীরক্ষায় আত্মনিয়োগ করতে হবে।
তিনি জানান, ‘বাংলাদেশের নদীগুলোর শতকরা ৯৩ ভাগের উৎস বাংলাদেশের বাইরে। এই নদীগুলো আমাদের দেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে পড়ার পথে ৩.৮ বিলিয়ন টন পলি বহন করে। এরমধ্যে ৪০ থেকে ৪৫ মিলিয়ন টন নদী পথে জমা হয়। এইভাবেই গত ৪ বছরে সমুদ্র বেশ কয়েকটি দ্বীপচর জেগেছে। সুবর্ণচর কিন্তু ৫০ বছর আগে ছিল না, উপজেলাটি ছিল। এরকম আরো অনেক ছোট ছোট দ্বীপ জেগে উঠেছে, যেখানে আজকে রোহিঙ্গাদের সাময়িক স্থানান্তরের কথা বলা হচ্ছে, সেই চরটিও ৫০ বছর আগে ছিল না । এই যে সম্ভাবনা সমুদ্রে তৈরি হচ্ছে তা কাজে লাগানোর জন্য ব্যাপক পরিকল্পনা নেওয়া সম্ভব।’
‘প্যারিস চুক্তিতে বিশ্বের দেশগুলোর দেয়া সমস্ত প্রতিশ্রুতি যদি শতভাগ বাস্তবায়িত হয়, তারপরও পৃথিবীর তাপমাত্রা ৩ ডিগ্রী বাড়বে’ উল্লেখ করে পরিবেশ গবেষক ড. হাছান মাহমুদ বলেন, ‘পৃথিবীর তাপমাত্রা যদি ৩ ডিগ্রী বাড়ে তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে। এই বাস্তবতায় নদীগুলো কিভাবে বাঁচানো যায়, সেজন্য আগামী ১০০ বছরের ভাবনা মাথায় রেখেই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। কোথায় মানুষকে থাকতে দিবো, কোথায় ফসল উৎপাদন করবো, কোথায় রবি শস্য উৎপাদন করবো- এসব বিষয়ে সারাদেশে একটা ফিজিক্যাল প্লান দরকার।’
নৌপরিবহন মন্ত্রণালয়কে নদীরক্ষার চেষ্টা অব্যাহত ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের নেতৃত্বে নদী দখল-দুষণকারীদের বিরুদ্ধে তার মন্ত্রণালয় সত্যিকারের কঠোর ব্যবস্থা নিচ্ছে। এই ব্যবস্থাকে টেকসই করতে বেপরোয়া দখলকারীদের রুখতে নদীরক্ষা কমিশনকে আরো শক্তিশালী করা দরকার, প্রয়োজন শক্তিশালী টাস্কফোর্স।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর মাত্র সাড়ে ৩ বছর সময় পেয়েছিলেন। এই স্বল্প সময়ের মধ্যে দেশের উন্নয়ন অগ্রগতির সমস্ত দিক তিনি রচনা করে গেছেন, আইন প্রণয়ন করে গেছেন, যেটির ওপর দাঁড়িয়ে আমরা হাঁটছি। তখন যদি বাংলাদেশ জাতিসংঘের সমুদ্রসীমা সংক্রান্ত কমিটির সদস্য না হতো, সমুদ্রসীমার জন্য আমরা মামলাও করতে পারতাম না। মামলা করার কোনো সুযোগ থাকতো না। ’৭৪ সালের সীমান্ত চুক্তির না থাকলে ছিটমহলগুলো অধিকারে আনাও আমাদের পক্ষে সম্ভব হতো না। আজকে যে বাংলাদেশের পতাকা উড়ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে, তার ভূ-উপগ্রহ কেন্দ্র তিনিই রচনা করে গেছেন। অর্থাৎ বঙ্গবন্ধু সবকিছুর ভিতই রচনা করে গেছেন। আর সেই ভিতের উপর দাঁড়িয়ে আজকে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের সম্মিলিত লক্ষ্য দেশকে ২০৪১ সাল নাগাদ বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেয়া আর সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে হলে নদ-নদীগুলোকে রক্ষা করতে হবে।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তার বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরা আজ নদীমাতৃকতার সুফল ভোগ করতে পারতাম। কিন্তু আজ আমাদের নদীরক্ষার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রীর নেতৃত্বে আজ আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করছি।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার এডমিরাল মোহাম্মদ খালেদ ইকবাল, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের উর্দ্ধতন পানি সম্পদ বিশেষজ্ঞ সাইফুল আলম, বুয়েটের পানি সম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আতাউর রহমান এবং লেখক, গবেষক ও সংগঠক শেখ রোকন। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এ জেড এম জালাল উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সুনামগঞ্জের ছাতকের সাংবাদিক অলিউর রহমানের মা আয়শা বেগমের (৫৫) লাশ দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই নিজ বাড়িতে জানাযা নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।সোমবার সকাল পৌনে ১১টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না-রাজিঊন। মৃত্যুকালে স্বামী, ৪ ছেলে ও ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাযার নামাযে ইমামতি করেন, মরহুমার স্বামী মাওলানা আরশ আলী এবং মোনাজাত পরিচালনা করেন, মাওলানা নুরুল হুদা।জানাযার নামাযে তকিরাই জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোসাদ্দেক হোসেন লতিফি,
সিলেট দারুস সালাম মাদরাসার শিক্ষক ও আম্বরখানা বড়বাজার জামে মসজিদের ইমাম এবং খতিব মাওলানা নুরুল হক, হাসনাবাদ মাদরাসার সহকারী মোহতামীম মাওলানা আবদুল কাদির, মৈশাপুর মাদরাসার সাবেক মোহতামীম মাওলানা কামাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাসুদ কামাল সূফি, নোয়াগাঁও আবদুল জব্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা কামাল উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, সদস্য মোশাহিদ আলী,
সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সদরুল আমীন সোহান, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মুজাহিদুর রহমান হিরা, ফয়ছল আহমদ সুমন ও কামাল হোসেন, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, মুরব্বি আবুল হোসেন, কাঁচা মিয়া, সামসুদ্দিন, মঈনুদ্দিন, নিজাম উদ্দিন, আবদুস সালাম, মুজিবুর রহমান, কারী আবুল কালাম, হাফেজ মুহিবুর রহমান, হাফেজ আনোয়ার খান, হাফেজ মাহতাব উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য তালেব হোসেন তালুকদার, যুবনেতা ছাদিক মিয়া, মরহুমার ছেলে লুৎফুর রহমান ও অলিউর রহমান, ব্যবসায়ী সানোয়ার হোসাইন,
মিজানুর রহমান, পাবেল আহমদসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।এদিকে দৈনিক গনমুক্তি, সিলেটের দিনকাল ও হাওরাঞ্চলের কথা পত্রিকার ছাতক প্রতিনিধি অলিউর রহমানের মাতৃবিয়োগে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তার ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি ও সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজাসহ নেতৃবৃন্দরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জানিয়েছেন দেশে প্রথমবারের মতো ‘মেড ইন বাংলাদেশ’ গাড়ি উৎপাদন শুরু করবে । জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোর সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন তিনি। খুব শিগগিরই অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি-২০২০ চূড়ান্ত করা হবে বলে তিনি জানান।তিনি আরো বলেন,‘ আমরা আগামী বছর থেকে বাংলাদেশে গাড়ি তৈরি শুরু করবে।’
রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড জাপানের মিতসুবিশি করপোরেশনের কারিগরি সহায়তায় গাড়ি তৈরি শুরু করবে। মন্ত্রীর সঙ্গে বৈঠকে জাপানি রাষ্ট্রদূত বলেছেন, মিতসুবিশি করপোরেশনসহ জাপানের অন্য অটোমোবাইল শিল্পউদ্যোক্তারা ‘বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী’।
জাপানের পক্ষ থেকে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের মোটরগাড়ি উৎপাদনে কারিগরি সহযোগিতা প্রদান করার কথাও শিল্পমন্ত্রী জানিয়েছেন। এছাড়া,জাপানের পক্ষথেকে বাংলাদেশে অটোমোবাইল এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পর্কিত ভেন্ডর শিল্পের বিকাশ এবং বাংলাদেশে একটি অটোমোবাইল টেস্টিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট স্থাপনে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন বলে জানান।
শিল্প মন্ত্রণালয় গাড়ি শিল্পসহ অন্যান্য শিল্প খাতের উন্নয়নে ইতোমধ্যে একটি পরিকল্পনা প্রণয়ন করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এ কর্মপরিকল্পনা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
দেশীয় গাড়ি উৎপাদনের বিভিন্ন সুবিধা সম্পর্কে মন্ত্রী বলেন, আমদানি শুল্কের কারণে বাংলাদেশে বিদেশি গাড়িগুলোর দাম বেশি হয়। কিন্তু দেশে গাড়ি তৈরি হলে এর দাম কমবে। জনগণ সাশ্রয়ী মূল্যে গাড়ি কিনতে পারবে। দেশে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদন হলে, ক্রেতার অভাব হবে না।’
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মতলার আইট গ্রামে অভিযান চালিয়ে ৫৮ বিজিবির সদস্যরা একশ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে। তাদের কাছ থেকে বল্লম, হাসুয়া ও তারকাটার বেড়া কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, মহেশপুরের কাজিরবেড় গ্রামের জামির মোল্লার ছেলে মোঃ তাজমুল ফটিক (২৫), মতলার আইট গ্রামের হোসেন আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (২৩), তালশার গ্রামের আব্দুল কাদের বিশ্বাসের ছেলে মোঃ আলমগীর (৪০) ও কাজিরবেড় গ্রামের মুরাদের ছেলে মোঃ মানিক (১৮)।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেহেদি হাসান খান শনিবার এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার সন্ধ্যার দিকে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন এর অধিনস্ত পলিয়ানপুর বিওপির হাবিলদার মোঃ সফিউজ্জামান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাতলার আইট নামক স্থান থেকে চার মানবপাচারকারী ও মাদক চোরাকারবারীকে আটক করে। আটককৃত আসামীদেরকে কাছ থেকে মাদকদ্রব্য ও দেশীয় বল্লম, ধারালো হাসুয়া এবং তারকাটা কাটারি উদ্ধার করা হয়।
শনিবার সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় আটককৃতদের সোপর্দ ও মামলা দায়ের করা হয়েছে। এদিকে একই দিন মাটিলা বিওপির হাবিলদার জগন্নাথ মিত্র’র নেতৃত্বে একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর উপজেলার মাটিলা থেকে মাদক চোরাকারবারী ঝন্টু বিশ্বাস(৩০) কে আটক করে। তিনি মাগুরার মালোন্দা গ্রামের প্রভাষ বিশ্বাসের ছেলে। তার কাছ থেকে ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার (২১ অক্টোবর) চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ও জনবহুল সীতাকুণ্ড ও হাটহাজারীর বেশ কিছু এলাকায় অনেকটা সময়জুড়ে বিদ্যুৎ থাকবে না। বেশিরভাগ এলাকাতেই ওই দিন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ চালু হতে পারে বলে তাতে জানানো হয়েছে।
বাড়বকুণ্ডের আওতাধীন যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—বুধবার, ২১ অক্টোবর — সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত
বিক্রয় ও বিতরণ বিভাগ বাড়বকুণ্ডের এর আওতাধীন বারআউলিয়া-বাড়বকুণ্ড ৩৩ কেভি সার্কিট-১, ২ এবং ১১ কেভি এফ/০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭ ও ০৮ এর আওতায় বড় কুমিরা, ছোট কুমিরা, বাঁশবাড়িয়া, কোট্টাবাজার, জোড়বটতল, বাড়বকুণ্ড, শুকলালহাট, মুরাদপুর, ফকিরহাট, গোলাবাড়ীয়া, শিবপুর, সৈয়দপুর, ভাটেরখীল, মান্দারীটোলা, পন্থিছিলা, শেখপাড়া ও সীতাকুণ্ড পৌরসভা এলাকায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সীতাকুণ্ড উপজেলা পরিষদ এলাকায় ও সীতাকুণ্ড পবিস এর মিরসরাই পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম সড়কের উভয় পার্শ্বস্থ এলাকা এবং সমগ্র সন্দ্বীপ উপজেলা ।
হাটহাজারীর আওতাধীন যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—বুধবার, ২১ অক্টোবর — সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
বিক্রয় ও বিতরণ বিভাগ-হাটহাজারীর আওতাধীন হাটহাজারী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ফিডার নং-এইচ/১, এইচ/২, এইচ/৪ ও এইচ/৫ এর আওতাধীন ফটিকা, কামালপাড়া, আলিপুর, দেওয়ান নগর, হাটহাজারী বাজার, কাচারী রোড, মীরের হাট, মীরের খীল, আলমপুর, চারিয়া, বারইপাড়া, বাস স্টেশন, ১ নম্বর বিশ্ববিদ্যালয় গেইট, ২ নম্বর বিশ্ববিদ্যালয় গেইট, জোবরা, মেখল রোড, ১১ মাইল, ফতেপুর, মদন হাট ও আশপাশ এলাকা সমূহ।গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম।
আগামী রোববার থেকে দেশের ইন্টারনেট ও ক্যাবল টিভিসেবা আংশিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো। ফলে, দেশের লাখো গ্রাহকের প্রতিদিন তিন ঘণ্টা এই সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ঝুলন্ত তার অপসারণ অভিযানের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট ও ক্যাবল টিভি সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো।ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম বলেন,
‘যদি আমাদের দাবি পূরণ না হয় এবং ডিএসসিসি আগামীকালের মধ্যে ঝুলন্ত তার অপসারণ থেকে না সরে আসে, তাহলে আগামী ১৮ অক্টোবর থেকে সব ইন্টারনেট ও কেবল টিভি সংযোগ প্রতিষ্ঠান প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা তাদের সেবা বন্ধ রাখবে।’আজ শুক্রবার বিকেলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখন পর্যন্ত ডিএসসিসির সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি। তাই বিষয়টির মীমাংসাও হয়নি।’
এর আগে, ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আইএসপিএবি ও ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (সিওএবি) ১৭ তারিখের মধ্যে এ সমস্যা সমাধান করতে আল্টিমেটাম দিয়েছিল।করোনা মহামারির কারণে অনলাইন ক্লাস, পরীক্ষা, অফিস, ভার্চুয়াল সভা, কেনাকাটাসহ অনেকভাবে মানুষ এখন উচ্চ গতির ইন্টারনেটের ওপর নির্ভরশীল।আগামীকালের মধ্যে এ সমস্যার সমাধান না হলে এই দুই সেবা সরবরাহকারীদের সঙ্গে ডিএসসিসির বিরোধের কারণে কোটি মানুষ ভোগান্তিতে পড়বে বলে মনে করছেন এ খাতের বিশেষজ্ঞরা।
রাউজান থানার ৭নং রাউজান ইউনিয়নের ৪ নং ওয়ার্ড হরিষখান পাড়া গ্রামের জহুর মিয়া কোম্পানি বাড়ির লিস্টেড রাজাকার মৃত ইউনুস কোম্পানির পুত্র শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ফজল কাদের প্রকাশ মইন্যা। ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত ৭ মামলার ভয়ংকর এই সন্ত্রাসী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করছে না পুলিশ।ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও বিভিন্ন থানার মামলার রেকর্ড অনুসন্ধানে জানা গেছে, দুর্ধর্ষ সন্ত্রাসী ফজল কাদের প্রকাশ মইন্যার বিরুদ্ধে রাউজান থানায় ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, শতাধিক গুলি ছুড়ে সশস্ত্র দাঙ্গা-হাঙ্গামা, প্রতারণা, বনের গাছ কর্তন, আগ্নেয়াস্ত্র রাখা, ইয়াবা সেবন ও পাচারসহ নানা অপরাধে ৭ থেকে ৮ টি মামলা রয়েছে।
এর মধ্যে ধর্ষণ, বন মামলা ও হত্যা মামলায় পৃথক পৃথকভাবে সাজা ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে, ৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে, মার্ডার মামলায় ২ নম্বর আসামি হলেও জামিনে নেই, প্রকাশ্যে দাঙ্গা-হাঙ্গামা মামলায় শতাধিক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি মামলায়ও ১ নম্বর আসামি হয়েও জামিনে নেই। এভাবে ভয়ংকর ৭ থেকে ৮টি মামলার আসামি হলেও প্রকাশ্যে ঘুরছেন দুর্ধর্ষ সন্ত্রাসী ফজল কাদের প্রকাশ মইন্যা। এসব জঘন্য মামলা তার নামে থাকলেও মইন্যাকে গ্রেপ্তারে পুলিশের কোনো ভূমিকা নেই।
এমনকি প্রশাসনের বিভিন্ন মহলে আর্থিক সুবিধা দিয়ে প্রকাশ্যে বনের কাঠ কাটা ও ইয়াবা পাচার সহ বিভিন্ন অনৈতিক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।এদিকে পিবিআই সূত্র জানা যায়, রাউজান উপজেলার হরিষখান এলাকার ওমান প্রবাসী শহীদুল আলম প্রকাশ শহীদ। গত ২০১৪ সালের ডিসেম্বরের দিকে দেশে এসে নিজ বাড়িতে অবস্থান করছিল। শহীদ বিদেশ থাকলেও দেশে তার নিজস্ব একটি কাঠের ব্যবসা ছিল। ব্যবসা পরিচালনা করার সময় ফজল কাদের প্রকাশ মইন্যা তার নিজের ব্যবসা ছেড়ে মইন্যার সাথে ব্যবসা করতে প্রস্তাব দেয়। এতে শহীদ তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। এতে করে মইন্যা ক্ষেপে যায়। ২৫/০২/২০১৫ সালের বেলা আনুমানিক ২টার দিকে শহীদ চারাবটতলের উদ্দেশ্য রওনা হয়।
তাকে অনুসরণ করে ফজল কাদের প্রকাশ মইন্যা ও তার একটি সন্ত্রাসী বাহিনী একটি কালো মাইক্রোবাস ও পিছনে থাকা একটি সাদা কার যোগে ২৫/০২/২০১৫ সালের বেলা আনুমানিক ৩টার দিকে নিহত শহীদ কিছু বুঝে না উঠার আগে জৈনক জসিমের গ্রিলের দোকানে বিশ্রাম করাকালীন সময় মইন্যা ও তার গ্যাং-এর সদস্যরা শহীদ অতর্কিত কিছু বুঝে না উঠার আগেই কয়েক রাউন্ড গুলি করে হত্যা করে। এতে নিহত শহীদের বাম চোখ সহ কপালের উপরের অংশে অস্ত্র দিয়ে গুলি করে মাথার খুলি সহ মগজ বের হয়ে যায়।
পরে নিহত শহীদের মা সখিনা বেগম(৬৫) রাউজান থানায় নিজে বাদী হয়ে সর্বমোট ১৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার রাউজান থানার মামলা নং- ১৪(০২)২০১৫ ও সি আর মামলা নং- ২৫৩৬/১৯। পরে উক্ত হত্যা মামলার দায়ভার আদালত পিবিআইকে দিলে তারা রিপোর্ট প্রদান করলে আদালত আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।কিন্তু দুঃখের বিষয়, কোন এক অদৃশ্য কারণে রাউজান থানা পুলিশ গত ৫ বছরে একজন ওয়ারেন্টভুক্ত আসামীকেও গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে মইন্যা ও তার গ্যাং-এর অন্যান্য আসামীরা বুক ফুঁলিয়ে এলাকায় ইয়াবা ব্যবসা, গাছ কর্তন, চাঁদাবাজির মত বিভিন্ন কুকর্ম করে বেড়াচ্ছে।গ্রামের বাসিন্দারা বলেন, ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত ৮টি মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী ফজল কাদের প্রকাশ মইন্যা প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় আমরা আতঙ্কে। তাকে দ্রুত গ্রেপ্তার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে আমরা জেলা পুলিশ সুপারের কাছে আবেদন জানাচ্ছি।শহীদ হত্যা মামলার বাদী সখিনা বেগম গত নয় মাস আগে মারা যান।
নিহত শহীদের বড় ভাই ও মেঝ ভাই বলেন, আমার ভাইকে ফজল কাদের মইন্যা ও তার সন্ত্রাসী বাহিনী নির্মমভাবে হত্যা করে। মইন্যা ওয়ারেন্টভুক্ত আসামী হলেও প্রকাশ্যে সে ঘুরে বেড়াচ্ছে। রাউজানের বিভিন্ন এলাকায় সে মাদক পাচার, চাঁদাবাজি সহ নামে-বেনামে লাইসেন্সবিহীন ব্যবসা করে যাচ্ছে। এছাড়া আমরা আমার ভাই হত্যার বিচার চাইলেও আমাদেরকেও ভাইয়ের মত হত্যা করবে বলে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের নিকট দাবি জানাই তাকে গ্রেপ্তার করে আমাদের প্রাণ রক্ষা করুক।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাউজান থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। ওয়ারড্রবে পড়ে থাকা ওয়ারেন্ট ফাইলে ফজল কাদের প্রকাশ মইন্যার ওয়ারেন্ট নোটিশ সাংবাদিকরা থানায় গিয়ে খুঁজে বের করার ৭ দিন গত হলেও রাউজান থানা পুলিশ আজ অবধি গ্রেপ্তার করেনি আসামীকে।এ ব্যাপারে রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, “ওয়ারেন্টভুক্ত কিংবা পলাতক আসামির প্রকাশ্যে ঘোরার কোনো সুযোগ নেই। পুলিশ যেকোনো ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
তাকে যেকোনো মুহূর্তে গ্রেপ্তার করা হবে।”ওয়ারেন্ট নোটিশ গত ক’বছর ধরে থানায় পড়ে থাকলেও আসামীদের কেন গ্রেপ্তার করা হয়নি জানতে চাইলে তিনি বলেন, “আগে কেন গ্রেপ্তার হয়নি তা আমি জানিনা। তবে মইন্যাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। তবে আপনারা(সাংবাদিক) যদি কোন সুযোগ থাকে বা কোন সুযোগ পান তাকে ধরে আমাদের খবর দিতে পারেন!”
নিজস্ব প্রতিবেদকঃ
গত ১২ অক্টোবর জামালখান ওয়ার্ড মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু’র ব্যবস্থাপনায় জামালখান ওয়ার্ডে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান ও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মুজিব বর্ষ উপলক্ষে এক কোটি বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে চারা বিতরণ অনুষ্ঠান নগরীর মোমিন রোডস্থ ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে সংগঠনের সভাপতি ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু’র সভাপতিত্বে মোঃ মনির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মেয়র পদপ্রার্থী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা এ এম রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম বাবুল, সহ-সভাপতি হাজী সাহাবুদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়–য়া, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-আওয়ামী লীগ নেতা মোঃ ইমতিয়াজ হোসেন,
অধ্যাপক মাছুম চৌধুরী, হাজী মুন্সি মিয়া, মোঃ ইসমাইল, সুচিত্রা গুহ টুম্পা, শিবু প্রসাদ ঘোষ, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সহ-সম্পাদক আবু সায়েদ সুমন, সাবেক উপ-সম্পাদক মোঃ ইলিয়াছ, ওয়ার্ড যুবলীগ নেতা শফিকুল ইসলাম, ইকবাল আহমেদ ইমু, জহিরুল ইসলাম মঞ্জু, ইসমাইল হোসেন লিটন, মোঃ শফিক, রফিকুল ইসলাম, রুবেল আহমদ, মুনির হোসেন, মোঃ হান্নান, মোঃ ওয়াহেদ, আব্দুল রাকিব, মোঃ রুবেল, মহানগর ছাত্রলীগ নেতা মোশরাফুল হক চৌধুরী পাভেল, শাহীন আলম, ইমরান খান,
নিজাম উদ্দিন সাইফুল, রিপন ঘোষ, রুবেল সরকার, মহসিন আরাফাত, ফয়সাল ইসলাম বাবু, ইরফানুল আলম তানিম, ইমতিয়াজ উদ্দিন ইরফান, মহিন উদ্দিন, অভি রায় প্রমুখ। প্রধান অতিথি এ এম রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের প্রতিটি ওয়ার্ডে আওয়ামী পরিবারের রিন্টুদের মতন নবীন সমাজসেবকরা জীবন বাজি রেখে বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির মুখোমুখি হয়ে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
নিজেদের অর্থায়নে সাহার্য্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে প্রকৃত জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে বিএনপি নেতারা এই করোনা পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে অন্যের উপর ভর করে গোলা পানিতে মাছ শিকার করে সরকার পতনের মিথ্যা স্বপ্নে বিভোর। এই জনসেবায় নিজেদের নিয়োজিত রাখতে গিয়ে আওয়ামী পরিবারের অনেক সদস্যদের আমরা হারিয়েছি। আজকের এই জনমুখী অনুষ্ঠান হতে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। এবং আমিও আগামী দিনে জনগণের সেবক হতে আপনাদের দোয়া চাই।
দীর্ঘ আট বছর পর বাংলাদেশকে কালোতালিকামুক্ত করেছে ইতালি সরকার। এতে করে দেশটিতে সিজনাল ও ননসিজনাল ভিসায় প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আমাদের অনুরোধে ইতালীয় সরকার শেষ পর্যন্ত বাংলাদেশকে মৌসুমি ও অমৌসুমি শ্রমিক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে রাজি হয়েছে।এর আগে এ কর্মসূচির শর্ত লঙ্ঘন করায় বাংলাদেশি খামার শ্রমিকদের এই সুবিধা থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছিল।
সোমবার ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়। সিজনাল ভিসায় কৃষি, হোটেল ও পর্যটন খাতে ছয় মাসের জন্য বিদেশি শ্রমিক নিয়োগ দেয় ইতালি সরকার।যেসব দেশ থেকে শ্রমিক আসতে পারবে, তার মধ্যে রয়েছে– আলবেনিয়া, আলজেরিয়া, বাংলাদেশ, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, আইভরিকোস্ট, মিসর, এল সালভাদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, ঘানা, জাপান, ভারত, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলডোভা, মন্টিনিগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র, সেনেগাল, সার্বিয়া, শ্রীলংকা, সুদান, তিউনিশিয়া ও ইউক্রেন।