মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া কচুখাইন শাখা’র উপদেস্টা মোহাম্মদ মফিজ উদ্দিন ও সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন এর মাতা মোছাম্মৎ রশিদা খাতুন ( ৮৫ ) গত ৩১ মে বুধবার ২০২৩ সকাল ৯ টায় রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন এর পূর্ব কচুখাইন গ্রামের দিঘীর পাড়াস্হ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্না- রাজেউন) ।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, তিন মেয়ে, আত্মীয়- স্বজন সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
ঐদিন বাদে মাগরিব মুহাম্মদীয়া দরবার শরীফ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
তাহার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও গবেষক মোহাম্মদ সাহেদ আলী চৌধূরী, কদলপুর শাহী দরবার শরীফের শাহজাদা আমিনুল হক শাহ হাসান, লেখক, অধাাপক রাসেল ভূইয়া, মুহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আবুল বশর বাবুল, নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ সোলেমান, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সদস্য মোহাম্মদ জহির উদ্দিন,
সংগঠক, মাওলানা এম নওশাদুল হক, সমাজসেবক আবদুস সালাম, বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আল সিরাজ ভান্ডারী, সংগঠক মহিউদ্দিন জীবন, সমাজসেবক আবছার হোসেন, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া কচুখাইন শাখার সভাপতি আবদুস শুক্কুর সওদাগর, সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির আহমদ, জসীম উদ্দিন জসীম, পাহাড়তলী শাখার সভাপতি আহম্মদ হোসেন সেলিম, জালাল হোসেন, মোহাম্মদ নাঈম উদ্দিন, মোহাম্মদ হারুন, এনামুল হক প্রমুখ।
পটিয়ার কচুয়াই ইউনিয়ন, ফারুকি পারা রোড, শেখ মুহাম্মদ পারার শ্বশুর বাড়ীতে জেরিন আক্তারকে গত ৩০/৪/২০২৩ আনুমানিক বিকাল ৫.৩০ মিনিটে শ্বাসরুদ্ধ ও বিভিন্নভাবে আঘাত করে হত্যা করে। কিন্তু তার শ্বশুর বাড়ির লোকজন এই হত্যাকান্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। খুনিরা হলেন তার স্বামী দিদার আলম ওরপে দিদার, আবু তৈয়ব, দিদারের ভাগ্নে হৃদয়। জেরিন আক্তারের (২২) খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে ০৭/০৫/২৩ রোববার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণের’ উদ্যােগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষক, ছাত্রসমাজ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন ,হাসমত খাঁন আতিফ জয়নাল আবেদীন, রবিউল আলম, সুলভ বড়ুয়া,আশরাফ, মুহাম্মাদ মোর্শেদ,আন্জুমান আরা তানি, জেরিনের বাবা আমীর আলমদার মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করে,জেরিনের মা জেসমিন আক্তার বলেন, আমার তরতজা মেয়ে কে তারা যৌতুকের জন্য হত্যা করছে,ভবিষ্যৎ যৌতুকের জন্য এমন ঘটনা যেন আর না হয়, তাই মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, আইনমন্ত্রী, সহযোগিতা কামনা করেন,বক্তারা জেরিন আক্তারের খুনি স্বামী দিদার,বড় ভাই আবু তৈয়ব, ভাগ্নে হৃদয় কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায়।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র সদস্যদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে ঈদ উপহারের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে সিইউজের ২৩০ জন সদস্যের মাঝে এসব চেক বিতরণ করা হয়।
সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক ও মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সিইউজের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রুবেল খান, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, নির্বাহী সদস্য আলাউদ্দীন হোসেন দুলাল, দৈনিক পূর্বকোণ ইউনিট প্রধান মিহরাজ উদ্দিন রায়হান, পূর্বদেশ ইউনিট প্রধান জীবক বড়ুয়া ও প্রতিনিধি ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান সোহেল সরওয়ার।
।সুলতানুল আউলিয়া হযরত খাজা সৈয়দ আশরাফ শাহ ( রহ:) ও হযরত আবু শাহ ( রহ:) এর ২১৭ তম বার্ষিক ওরশ শরীফ গত ২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ২০২৩ খতমে কোরআন, খতমে খাজেগান, তাওয়াল্লেদে গাউছিয়া শরীফ, মিলাদ, আখেরী মোনাজাত, তবরুক বিতরণ সহ কর্মসূচি পালনের মাধ্বমে
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কদলপুর গ্রামের কদলপুর শাহে আশরাফিয়া দরবার শরীফে খাজা আশরাফিয়া তৈয়বিয়া মঞ্জিলে অনুস্টিত হয়।
সাজ্জাদানশীন শাহজাদা হযরত আলহাজ্ব মাওলানা তৈয়ব শাহ আল আশরাফী ( ম: জি : আ:) ও ইত্তেহাদে আশরাফিয়া জলিলীয়া মুহিব্বিন কমিটির ব্যবস্হাপনায় আয়োজিত এই বৃহত্তর অনুস্টানে বিভিন্ন সময়ে উপস্হিত ছিলেন রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা আবুল বয়ান হাশেমী নঈমী ( ম: জি: আ:),
পোমরা নঈমীয়াবাদ দরবার শরীফের শাহজাদা মাওলানা মোহাম্মদ নাঈম উদ্দিন মাইজভান্ডারী,
মাওলানা নুরুল আলম হেলালী, মদিনা ইসলামী মিশনের চেয়ারম্যান মাওলানা নিজাম উদ্দিন আশরাফী, রহমানিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা আবুল কাসেম, হাফেজ আহম্মদুর রহমান,
কবি মাওলানা সৈয়দ শামসুদ্দিন নঈমী, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ বাগোয়ান শাখার সভাপতি মোহাম্মদ জেবর মুল্লুক, সমাজসেবক মাওলানা আমীর হোসেন মাইজভান্ডারী, খায়েজ আহমদ নাছির, মোহাম্মদ নেওয়াজ উদ্দিন শাহ ফয়সাল , আমানত উদ্দিন শাহ, বেলাল হোসেন প্রমুখ।
মহান অলিয়ে কামেল হযরত শাহসূফি ছৈয়দ মোহাম্মদ মতিউর রহমান ওরফে মতি ফকির আল চিশতি আল আশরাফী ( রহ) এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ এবং তাহার পুত্র হযরত শাহসূফি মাওলানা ছৈয়দ মোহাম্মদ আবদুল জব্বার আল মতিয়া ( রহ:) এর ওরশ শরীফ আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫ ফাল্গুন মঙ্গলবার বিভিন্ন কর্মসূচী পালনের মধ্ব দিয়ে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুরের গশ্চি শাহী দরবার শরীফে অনুস্টিত হবে।
এতে কর্মসূচির মাঝে আছে খতমে গাউছিয়া শরীফ, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, আখেরী মুনাজাত ও তবরুক বিতরণ।
উক্ত ওরশ শরীফে সকল ভক্ত, আশেকবৃন্দ ও সংশ্লিস্টদের যথাসময়ে উপস্হিত থাকার জন্য গশ্চি শাহী দরবার শরীফের শাহজাদা ছৈয়দ মোহাম্মদ ইউছুপ আল মতিয়া আন্তরিক অনুরোধ জানিয়েছেন।
গাউছুল আজম হযরত শাহসূফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী( ক:) এর বেলায়েতে সিক্ত, আলোকিত জনপদ চট্টগ্রাম এর রাউজান উপজেলার উরকিরচর মইশকরমস্থ ‘দরবারে কামালিয়া শরীফ জ্ঞান ও আত্মশুদ্ধির বহুমুখী এক প্রতিষ্ঠান। মাইজভান্ডারী শরাফতের অন্যতম পরিচায়ক এই দরবারে কামালিয়া শরীফ।
সেই দরবারে কামালিয়া শরীফের একজন সৃজনশীল, আলোকিত ও কৃতী ব্যক্তিত্ব হলেন সাজ্জাদানশীন পীরে ত্বরিকত শাহ্সূফী সৈয়দ সিদ্দিক রেজা (ম.জি.আ.)। তিনি নিজেই ইলমে তাসাউফ সহ আরো বহুমুখী বিষয়ের একজন সুদক্ষ, সচেতন ও গুণী লেখক ও কলামিস্ট।
এই কৃতী লেখকের গবেষণা, লেখালেখি, পরিশ্রমের মননশীল রুপায়ন হল একে একে তা’র প্রকাশিত হয়েছে বিভিন্ন গ্রন্হ। হল তাঁর হযরত মওলানা ছৈয়দ কামাল শাহ্ (রহ.) এর জীবন চরিত গ্রন্থ, ইরফান-ই-কামালিয়াত, হব্বে রাসূল (স.), বেলায়তের আলোময় ভূবন মাইজভান্ডার শরীফ, আত- তাসাউফ গ্রন্হগুলো বহুল প্রচারিত ও পাঠকপ্রিয়তা লাভ করেছে।
সম্প্রতি প্রকাশিত হল আরও একটি তাঁর অনবদ্য সৃষ্টি নতুন গ্রন্থ যিকরুল্লাহ ( আল্লাহর স্মরণ- ই আত্মার প্রশান্তি।
গ্রন্থটি প্রকাশনায় আছেন শাহ্জাদা মওলানা সৈয়দ মাসুম কামাল আযহারী, শাহ্জাদা সৈয়দ মোরশেদ কামাল, শাহ্জাদা ডা. সৈয়দ জাহেদ কামাল। গ্রন্থটির প্রকাশকাল হল ৭ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ , ২১ জানুয়ারি ২০২৩ শনিবার। উক্ত গ্রন্থটিতে প্রসঙ্গ কথা, যিকরুল্লাহ’র স্বাদ ও ফজিলত, যিকরুল্লায় আহলুল্লাহদের সুহবতের গুরুত্ব, ফরজ
ও অত্যাবশ্যকীয় যিকির প্রসঙ্গ, জীবন সংগ্রামে বিজয় অর্জনে যিকরুল্লাহ, যিকরুল্লাহ মানব চিত্তের তৃপ্তি, লতীফাসমূহের যিকরুল্লাহ’র অনুভূতি ও তাছির, মোরাকাবা, সুসংবাদ ও সাবধানবাণী, যিকরে মাহফিলের প্রেক্ষাপট, মাহফিলে যিকির- আদব,তরতীব ও পরিচ্ছন্ন আত্মায় আল্লাহপ্রেমের অনূভুতি বিষয়ে বিস্তারিত ও তথ্যবহুল আলোচনা করা হয়েছে।
১৯৫ পৃষ্ঠার গ্রন্থটি শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। উক্ত গ্রন্থটি পাওয়ার জন্য চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার উরকির ইউনিয়নের দরবারে কামালিয়া শরীফের হুজরা শরীফের যোগাযোগ করা যাবে।
পাশাপাশি রেজা- এ কামালিয়া’র অনলাইন পেইজে গিয়ে বইটি কেনার জন্য বুকিং বা প্রি- অর্ডার দেয়া যাবে।
ইউসূফে সানী হযরত সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী ( ক:) এর খলীফা হলেন কুতুবুল আকতাব, অলীয়ে কামেল হাজত রাওয়া হযরত শাহসূফী মওলানা ছৈয়দ কামাল শাহ্ (রহ.)।
এই মহান আউলিয়ার স্নেহধন্য ও খেলাফতপ্রাপ্ত বড় শাহজাদা শাহসূফী সৈয়দ সিদ্দিক রেজা (ম.জি.আ)। এই গুণী লেখক দরবারে কামালিয়া শরীফের প্রতিষ্ঠাতা মোন্তাজেম, সাজ্জাদানশীন ও পীরে ত্বরীকত। বাবাজান (রহ.) যেভাবে কাদেরীয়া, চিশতিয়া, নকশবন্দীয়া, মুজাদ্দেদিয়া ও মাইজভান্ডারীয়া ত্বরীকার মনোনীত খলিফা ছিলেন
তেমনিভাবে তাঁর প্রিয়পুত্র শাহসূফী সৈয়দ সিদ্দিক রেজা (ম.জি.আ)কেও ও উপরোল্লেখিত ত্বরীকা সমূহের খেলাফতের গুরুদায়িত্ব অর্পণ করেন।
লেখক গ্রন্হটি মুর্শিদে বরহক, অলিয়ে কামেল, পীরে মোয়াজ্জেম, কুতুবুল আকতাব হযরত শাহসূফি আলহাজ্ব মাওলানা ছৈয়দ কামাল শাহ ( রহ:) এর পবিত্র করকমলে উৎসর্গ করেছেন।
★ লেখক : নুর মোহাম্মদ,
উপদেস্টা সম্পাদক : সূফীকথা,
সদস্য : রাউজান প্রেসক্লাব।
কদলপুর হামিদিয়া মাদ্রাসার সাবেক অধ্বক্ষ, উস্তাদুল উলামা অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব মোহাম্মদ হাফিজুর রহমান ( রহ:) এর ৩৫ তম বার্ষিক ওরশ শরীফ গত ৩০ ডিসেম্বর শুক্রবার ২০২২ দিনরাত ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের দ্বারা রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আধারমানিক গ্রামের রহমানিয়া দরবার শরীফ প্রাঙ্গনে শাহজাদা মাওলানা মেহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে এবং মাওলানা মোহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় অনুস্টিত হয়।
ওরশ মাহফিলে প্রধান অতিথী ছিলেন চান্দঁগাও আবাসিকস্হ হাজী মিন্নাত আলী জামে মসজিদের খতীব মাওলানা সেকান্দর হোসেন আলকাদেরী।
প্রধান বক্তা ছিলেন বিশিস্ট সংগঠক, সমাজসেবক এডভোকেট এম আবু নাছের তালুকদার।
বিশেষ বক্তা ছিলেন রহমানিয়া দরবার শরীফের এর শাহজাদা হাফেজ মাওলানা আবুল হায়াত,
আধারমানিক ইসলামিয়া দাখিল মাদ্রাসার মুদারিস মাওলানা মোহাম্মদ মেজবাউদ্দিন বদরী।
অতিথী ও অন্যান্যদের মাঝে আরো উপস্হিত ছিলেন নক্সবন্দীয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা কাজী মমতাজুল হক,
মাওলানা জাহেদুল ইসলাম,
মাওলানা জসীম উদ্দিন নূরী, শাহজাদা মোহাম্মদ আবু তাহের,মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন, হাজী মোহাম্মদ ইলিয়াস চৌধূরী, শাহজাদা মোহাম্মদ হোসেন শাহ, হাফেজ মোহাম্মদ জহির, শাহজাদা মোহাম্মদ হাসান, মাওলানা মোহাম্মদ তসলিম, মাওলানা মোহাম্মদ ফোরকান, সংগঠক নুর মোহাম্মদ, মাওলানা এস এম সামসুদ্দীন নঈমী, মাওলানা মাহবুবুল আলম, শিক্ষানুরাগী এম হারুন বিএ, শাহাজাদা সাইুফুল ইসলাম মিনহাজ, শাহাজাদা তারেকুল ইসলাম, মাওলানা মোহাম্মদ কবির, হাফেজ মোহাম্মদ রুহুল আমিন, মাওলানা রেজাউল হক প্রমুখ।
অনুস্টানে কর্মসূচিতে ছিল খতমে কোরআান, খতমে খাজেগান, হুজুরের জীবনি আলোচনা, আজিমুশশান মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত, তবরুক বিতরণ। উক্ত ওরশ শরীফ এর সার্বিক তত্বাবধানে ছিলেন আওলাদেপাকগণ ও ওরশ এন্তেজামিয়া কমিটি।
কদলপুর হামিদিয়া মাদ্রাসার সাবেক অধ্বক্ষ উস্তাদুল উলামা অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ হাফিজুর রহমান ( রহ:) এর ৩৫ তম বার্ষিক ওরশ শরীফ আগামীকাল ৩০ ডিসেম্বর শুক্রবার ২০২২ দিনরাত ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের দ্বারা রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আধারমানিক গ্রামের রহমানিয়া দরবার শরীফ প্রাঙ্গনে অনুস্টিত হবে।
এতে কর্মসূচিতে থাকবে খতম কোরআান, খতমে খাজেগান, হুজুরের জীবনি আলোচনা, আজিমুশশান মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত, বাদে এশা তবরুক বিতরণ।
উক্ত ওরশ শরীফে সকল ভক্ত, আশেকান ও সংশ্লিষ্ট সকলকে উপস্হিত থাকার জন্য দরবারের
আওলাদেপাকগণ ও ওরশ এন্তেজামিয়া কমিটি আন্তরিক অনুরোধ জানিয়েছেন।
চট্টগ্রাম সমিতি ওমানের ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ স্যোসাল ক্লাব ওমানের সাবেক কার্যনির্বাহী সদস্য এস.এম. জসিম উদ্দিন প্রথমবারের মতো সিআইপি মনোনীত হওয়ায় সংবর্ধিত করলেন রাউজান প্রেস ক্লাব।
২৮ ডিসেম্বর (বুধবার) বেলা ২ টায় নগরীর একটি রেস্টুরেন্টে রাউজান প্রেস ক্লাবের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়।
রাউজান প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন মিয়াজি, সহ সম্পাদক জাহানগীর সিরাজ তালুকদার সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান,আইন বিষয়ক সম্পাদক একে বাবর, দপ্তর সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী প্রমুখ। সভা শেষে এস.এম. জসিম উদ্দিন সিআইপিকে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২০ সালের জন্য ৬৭ জন প্রবাসী বাংলাদেশিকে সিআইপি (কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন) নির্বাচিত করেছে সরকার।
গত ১৪ ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
এর মধ্যে ‘বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ৫৭ জন ও ‘বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ১০জন সিআইপি হয়েছেন। তাদেরই একজন ওমান প্রবাসী ব্যবসায়ী এস. এম. জসিম উদ্দিন। তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোহাম্মদীয়া সমাজে সৈয়দ মতিউল্লাহ মিয়াজির বাড়ি মৃত হাজী সৈয়দ আবদুল হাকিমের ছেলে। ৩ ভাই ৪ বোনের মধ্যে সবার বড়। তিনি ১৯৯০ সালে ২১ বছর বয়সে জীবিকা নির্বাহের উদ্দেশ্যে ওমান গমন করেন।
১৯৯৪ সালে ফারিদ আল হাজরি ট্রেড. এলএলসি নামে নিজের ব্যবসা শুরু করেন। তিনি এলাকার সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অবদান রাখেন।
সংযুক্ত আরব আমিরাতে অবস্হানরত বাংলাদেশের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়ার বিশিস্ট ব্যবসায়ী, ২০০৯ সালে বিসনেস এওয়ার্ড় প্রাপ্ত, নোয়াপাড়ার ইতিহাসের প্রথম সিআইপি অর্জনকারী আলহাজ্ব আবদুল হালিম সিআইপির আজ ২৪ ডিসেম্বর শনিবার ২০২২ শুভ জন্মদিন।
তাহার এই স্মরণীয় মূহুর্তে চট্টগ্রামের স্বনামধন্য সাময়িকী বিশ্ববন্ধন এর প্রকাশক, পৃস্টপোষক, উপদেস্টা ও সম্পাদকীয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
নিভৃতচারী, পরিশ্রমী ও প্রযুক্তিবিদ আবদুল হালিম সিআইপি নিজেকে গতানুগতিক ধারার বাইরে পরিচালিত করেন।
প্রচারবিমুখ এই আলোকিত ব্যক্তিত্ব নিজের কাজ নিয়েই বেশীরভাগ সময় অতিবাহিত করেন। তিনি মেধাবী গুণীজনদের বেশী সম্মান করেন।
তাহার প্রতি শ্রদ্বা, ভক্তি, স্মৃতি ও প্রীতির প্রতি সম্মান জানিয়ে এই সুন্দর মনের মানুষটির সার্বিক সমৃদ্বি ও দীর্যায়ু কামনা করছি।