হাটহাজারীতে হাধুরখীল নবচেতনা যুব গোষ্ঠীর আয়োজনে নুর উদ্দিন চৌধুরী নিজামের স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযেছে।
সম্প্রতি হাটহাজারীর কাটির হাট হাধুরখীল নবচেতনা যুব গোষ্ঠী, আশির দশকের জামাত-শিবির বিরোধী আন্দোলন ও মজিব রণাঙ্গনের সূর্য সৈনিক, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম নুর উদ্দিন চৌধুরী নিজামের স্মরণ সভা এবং দোয়া মাহফিল আযোজন করেছে। স্মরণ সভাটি অত্র এলাকার তাজবীদুল কুরআন হাফিজিয়া ভবনের হলরুমে অনুষ্ঠিত হয।
ক্লাবের সভাপতি সালাউদ্দিন মাহমুদ সোহেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মানিকের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সহ সভাপতি মরহুমের বড় ভাই সেলিম উদ্দিন চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার বদরুল আলম চৌধুরী, মাওলানা বশির আনোয়ারুল আজিম চৌধুরী, মুহিব্বুল্লাহ চৌধুরী, সৈয়দ শাহজাহান ইরফান চৌধুরি
বক্তাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বখতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, ধলই ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আব্রাহা দুলাল, ধলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামান সি পি আই, সাবেক চেয়ারম্যান এম আবুল মনসুর, কর্নেল শওকত, ওসমান পিএসসি (অবঃ) প্রমুখ।
স্মরণ সভা শেষে মরহুমের রুহের আত্মার মাগফেরাত এর উদ্দেশ্যে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে ” সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি গনতন্ত্রের মানসকন্যা বিশ্বনেত্রী দেশরত্ন শেখ হাসিনা ৭৪ তম জন্মদিন পালন ও আলোচনা সভা গত ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম নগরীর সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির সংগ্রামী সভাপতি মোঃ সেলিম হোসেন চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু মনসুর এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনৈতিক Mofizur Rahman, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ও কলামিস্ট অধ্যাপক ড. মাসুম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গেরিলা কমান্ডার আলহাজ্ব ফজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুল আমিন, চট্টগ্রাম মহানগর আওয়ামিলীগ নেতা রোটারিয়ান গোলাম আকবর চৌধুরী,আওয়ামী লীগ নেতা আলহাজ্ব জমির উদ্দিন মানিক,সাবেক ছাত্রনেতা পাঁচলাইশ ৩নং ওয়ার্ড আওয়ামিলীগ এর সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন।
বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি যথাক্রমে আবদুল মজিদ চৌধুরী, আবদুল আউয়াল, বোরহান উদ্দীন কাজল, ইন্জিনিয়ার হোসাইন মুরাদ, মানিক হাওলাদার, লায়ন শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন শাহ, ফারুক সিকদার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল হাশেম, রুদ্র সরকার জয়,মোঃ মহিউদ্দিন খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ওমর সিদ্দিক, মহিলা সম্পাদিকা কাওসার পারভীন রুবী, প্রচার সম্পাদক রাফসান বিন নুর, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক মোঃ মনসুর আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ এয়াসিন মোল্লা, দপ্তর সম্পাদক কামাল উদ্দিন সেলিম, মোঃ আবদুল মান্নান,মোশাররফ হোসেন, অর্নব দাশ, মোঃ ইমতিয়াজ, আওয়ামিলীগ নেতা বদি আলম, লেয়াকত আলী জসিম সহ প্রমুখ।।।
সভায় প্রধান অতিথি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা যারা ধারন করবে তাদের ধারা অর্জিত হবে একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে উন্নয়নের রোড মডেলে, বর্তমান প্রজন্ম জঙ্গিবাদ নির্মুলে সচেষ্ট থাকবেন, মাদক সেবন করা থেকে বিরত থেকে দেশ গঠনে আত্ব নিয়োগ করতে পারলে তাহলে সার্থকতা আসবে আমাদের,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা সব সময় নিয়োজিত থাকবেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে।
প্রধান আলোচক অধ্যাপক ড. মাসুম চৌধুরী বলেন আগামীতে বাংলাদেশে রাষ্টপতি জন্ম নিবে, প্রধান মন্ত্রী জন্মনিবে বহুমাত্রিক নেতার জন্ম হবে কিন্তু নতুন করে আর মুক্তিযোদ্ধা জন্ম নিবেনা, তাই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের জীবিত থাকা অবস্থায় সন্মানে সন্মানিত করতে হবে সব সময়।
সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে ২৮ সেপ্টেম্বর বাদে আসর কদম মোবারক জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোঃ সেলিম হোসেন চৌধুরীর নেতৃত্বে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি যথাক্রমে ইন্জিনিয়ারিং মোহাম্মদ হোসাইন মুরাদ, আবদুল আউয়াল, মানিক হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ আবু মনসুর, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন শাহ, ফারুক সিকদার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল হাশেম, রুদ্র সরকার, সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ওমর সিদ্দিক,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন মোল্লা, সহ সম্পাদক মোঃ লেয়াকত জসিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ চট্টগ্রাম মহানগর কমিটির বর্ধিত সভা অদ্য ১২ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।। সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোঃ সেলিম হোসেন চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু মনসুর এর পরিচালনায় উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আবদুল মজিদ চৌধুরী, সহ সভাপতি যথাক্রমে ইন্জিনিয়ার হোসাইন মুরাদ,আলহাজ্ব জালাল ইব্রাহিম, আবদুল আউয়াল, মানিক হাওলাদার, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন শাহ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল হাশেম,নেসারুল হক, মহিলা সম্পাদিকা কাওসার পারভীন রুবী, সোমা সিংহ,তথ্য প্রযুক্তি বিষয় সম্পাদক নাজিম উদ্দীন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইয়াছিন মোল্লা, মোঃ ইমতিয়াজ, মোঃ জসিম উদ্দিন লেয়াকত,রিক্তা দাশ সহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা সরকারের সাফল্য ও উন্নয়নের চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরা সহ সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে সংগ্রাম করে যাচ্ছেন তার সাথে মুক্তিযুদ্ধ লীগের নেতাকর্মীরা কাজ করে যাবেন।।
আগামী ২৮ই শে সেপ্টেম্বর জননেত্রী শেখ হাসিনার #জন্মদিন উদযাপন ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ এর প্রতিষ্টা বার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠানের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহিত হয়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের প্রয়াত সকল সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, করোনার দুর্যোগে সকল সদস্য ও তাদের পরিবারবর্গের সুস্থতা ও সুরক্ষা এবং অসুস্থ সদস্যদের দ্রুত রোগমুক্তি কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একইসাথে দেশে ভয়াবহ করোনা ভাইরাসে সাংবাদিক, চিকিৎসক, পুলিশসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যারা ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করা হয়।
গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত দোয়া মাহফিলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য স ম ইব্রাহীম, স্থায়ী সদস্য নিরূপম দাশগুপ্ত, মোহাম্মদ ফারুক প্রমুখ অংশগ্রহণ করেন।
এর আগে চট্টগ্রামের বিভিন্ন মসজিদের কয়েকজন আলেম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে খতমে কোরআন সম্পন্ন করেন। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন শাহ আনিস জামে মসজিদের খতিব হযরত মাওলানা জামালুদ্দীন।
সম্প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবারটিকে দুই সপ্তাহ চলার মতো খাদ্য ও ইফতার সামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাহাদ চৌধুরী দিপু।
ওমর আলী নগরির উত্তর কাট্টলীতে অবস্থিত গারটেক্স গার্মেন্টের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত ছিল। (গত ৮ এপ্রিল তিনি করোনাভাইরাস আক্রান্ত হন। এর এক সপ্তাহ পর তাঁর ৬ সদস্যের পরিবারের আরও ৪ জন করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের একই ওয়ার্ডে। শুধু পরিবারের সর্ব কনিষ্ঠ সদস্য সাড়ে ৩ বছরের মেয়েটি বেঁচে যান করোনার ভয়াল থাবা থেকে।) তবে এই পরিবারের করোনা আক্রান্ত ৫ সদস্যই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ওমর আলী পায়েল ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার অফিস থেকে প্রতিনিয়তই খোঁজ নেওয়া হয়েছে। আর খোঁজ নিয়েছেন কয়েকজন সংবাদকর্মী। তাঁদের কাছ থেকে আমি যে সহযোগিতা পেয়েছি তা কোনদিন ভুলবো না। আর পায়েল ফাউন্ডেশন এমন এক সময় এগিয়ে এসেছেন যখন আমার পরিবার অনেকটা স্বেচ্চা গৃহবন্ধি। তাঁরা মানবতার সেবায় যেভাবে এগিয়ে এসেছেন সেজন্য তাঁদের প্রতি আমি ও আমার পরিবার কৃতজ্ঞ।’
পায়েল ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাহাদ চৌধুরী দিপু বলেন, ‘এমন দূর্যোগের সময় বিপন্ন মানুষের প্রতি সামর্থ্যবানদের এগিয়ে আসা মানবিক দায়িত্ব। সেই মানবিকতার ডাকেই আমরা সাড়া দিয়েছি। শুনে অভাক হয়েছি যে পরিবারটির এমন বিপদের দিনে স্থানীয় জনপ্রতিনিধিদের কোন সহযোগিতা পাননি। অথচ সরকার প্রতিটি ওয়ার্ডে ত্রাণ সহায়তা পাঠিয়েছে।’ পায়েল ফাউন্ডেশন ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন তিনি।
এদিকে বিশ্বব্যাপী করোনার ভয়াবহতার মধ্যেও পুরো পরিবার সুস্থ হয়ে বাড়ি ফেরায় স্বস্থি প্রকাশ করলেও চিকিৎসকের নিদের্শনা মেনে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন পালন করতে হচ্ছে। এদিকে করোনা আক্রান্ত হওয়ার পর গত এক মাসে স্থানীয় সেভাবে কেউ খবর নেননি পরিবারটির। হাসপাতাল থেকে বাসায় ফেরার পর পাড়া প্রতিবেশীরাও জানতে চাননি তারা কেমন আছেন? সবার মনেই ভয়। যেন অপরাধ করেছে পরিবারটি।
পাহাড়তলী থানা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ((ওসি) এসে দুই দফায় চাল, ডাল, তেলসহ কিছু খাদ্যসামগ্রী দিয়ে গেছেন। ১২ নং ওয়ার্ড কাউন্সিলর কিংবা জনপ্রতিনিধিদের কেউ একটু খবর পর্যন্ত নেওয়ার প্রয়োজনবোধ করেনি বলে জানান ওমর আলী।
ভাসমান, অসহায় ও ভবঘুরে রোজাদারদের হাতে ইফতার তুলে দিলেন আত্মমানবতা মূলক সামাজিক সংগঠন মুসাফির।
আজ (১ মে) শুক্রবার বিকেলে নগরির চকবাজার এলাকার ধনিয়ারপুলে ২ শতাধিক ভাসমান, অসহায় ও ভবঘুরে রোজাদারদের হাতে এ ইফতার তুলে দেন চকবাজার থানার ওসি (তদন্ত) রিয়াজ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন, চাকবাজার থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজিমউদ্দীন, তরুণ রাজনীতিবিদ শরফুদ্দীন আহমেদ রাজু, সংগঠনের সদস্য আকলিমা আকতার মনি, মো. জনি, মো. আলম, মো. মাইনুদ্দীন ও মহানগর ছাত্রলীগ নেতা নয়ন মজুমদার, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের গ্রন্তনা ও প্রকাশনা সম্পাদক বন্ধন সেন প্রমুখ।
ইফতার বিতরণকালে চকবাজার থানার ওসি তদন্ত রিয়াজ চৌধুরী বলেন, আসুন আমরা মানবিক হই। ভালো কাজে অংশ গ্রহণকরি। তিনি আরো বলেন, মুসাফির সংগঠনটি করোনার এ মহামারীতে পথে পথে, মোড়ে মোড়ে থাকা ভাসমান, অসহায় ভবঘুরে রোজাদার মানুষের হাতে ইফতার তুলে দিয়ে যে মহৎ কাজ করছে তা সত্যি প্রংশসার দাবিদার। আমিও এ কাজে শরীক হতে পেরে আনন্দিত।
প্রসঙ্গত “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এ মর্ম বুকে ধারণ করে করোনার দূযোগ মুর্হুতে সংগঠনটি অসহায়, ভাসমান ও ভবঘুরে মানুষদের মুখে রান্না করা খাবার তুলে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
হালিশহর বিডিআর মাঠে ৫০ জন অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন করা হয়।
গতকাল (২৮ এপ্রিল) মঙ্গলবার দুপরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পায়েল ফাউন্ডেশন চেয়াম্যান ফাহাদ চৌধুরী দিপু ও কালের কন্ঠের সিনিয়র রিপোটার রাশেদুল হাসান তুষার।
পায়েল ফাউন্ডেশন চেয়াম্যান ফাহাদ চৌধুরী দিপু বলেন, শহীদ সাইদুর রহমান পায়েল বলতেন, “সপ্নের চোখে পৃথিবীকে দেখতে চাই”। তার এ স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা কাজ করে যাচ্ছি।
চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দারুল উলুম মুঈনুল ইসলাম হটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহম্মদ শফীর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
তিনি জানান, হেফাজত আমীরের যে করোনায় মৃত্যুর গুজব ছড়িয়েছে, তা সঠিক নয়। তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। শতবর্ষী প্রবীণ আলেম আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন।
মাওলানা ইসলামাবাদী জানান, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত ১১ এপ্রিল আল্লামা শাহ আহম্মদ শফীকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দেশবাসীর কাছে আল্লামা শাহ আহম্মদ শফীর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইনের ওপর হামলার নিন্দা জানিয়েছেন সিইউজে নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন। তাঁরা হামলার ঘটনায় দায়ীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।
তারা বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর বকশির হাটে একটি দোকানে পণ্যের অতিরিক্ত মূল্য দাবির প্রতিবাদ করেন মহরম হোসাইন। এতে ক্ষিপ্ত হয়ে উক্ত দোকান মালিক স্বপন কুমার সাহা, তাঁর সহযোগী নওশাদ আলী খান, জুয়েল সাহাসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত সাংবাদিক মহরম হোসাইনের ওপর হামলা চালায়। ঘটনার পর সিইউজে ও বিএফইউজে নেতৃবন্দ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সহায়তায় হামলাকারীদের একজনকে আটক করে। পরে এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, বৈশ্বিক মহামারী করোনার কারণে সারাদেশের মানুষ এখন দিশেহারা। সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে যখন অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে, তখন একশ্রেণীর ব্যবসায়ী ক্রেতাদের জিম্মি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত মূল্য আদায় করছে। একজন সাংবাদিক হিসাবে মহরম হোসাইন এ অন্যায়ের প্রতিবাদ করায় তাঁর উপর এ ধরণের হামলা অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।